Header Border

ঢাকা, শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৯.৯৬°সে

৮০ শতাংশ বাড়ছে বাস ভাড়া

সময় সংবাদ লাইভ রিপোর্ট :সীমিতআকারে গণপরিবহণ চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর এতে যাত্রী সাধারণকে গুণতে হবে বাড়তি ভাড়া। বাস ভাড়া ৮০ শতাংশ বৃদ্ধি করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিববহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

আজ শনিবার বাস মালিকদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান বিআরটিএ’র চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো. ইউছুব আলী মোল্লা।

বিআরটিএ চেয়ারম্যান বলেন, ‘ভাড়া ৮০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। বর্তমান যে ভাড়া তার সঙ্গে এ বাড়তি ভাড়া মিলিয়ে দেওয়া হবে।’

এ বাড়তি ভাড়া কারা মানবে- সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, ‘মানার জন্য তো আমাদের সবাইকেই দায়িত্ব নিতে হবে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ, প্রশাসন, যাত্রী যারা আছে। আমি মনে করি সকলকেই সমান দায়িত্ব নিতে হবে।’

advertisement

বাড়তি ভাড়া প্রসঙ্গে বিআরটিএ চেয়ারম্যান বলেন, ‘ভাড়া তো পকেট থেকে বেশি যাচ্ছে না। স্বাস্থ্যবিধি মানার জন্য, নিজের সেফটির জন্য আপনি কম যাচ্ছেন। যেহেতু দুইজনের জায়গায় আপনি একজন যাচ্ছেন, ৫০ জনের জায়গায় ২৫ জন যাচ্ছেন তাহলে এই ভাড়াটা তো তাকে দিতেই হবে।’

সরকারি গণপরিবহন বিআরটিসি বাসও চলবে জানিয়ে তিনি বলেন, ‘এটা সীমিত আকারে চলবে।’

তিনি আরও বলেন, ‘আপনারা জানেন দুই মাস ধরে গণপরিবহন, বাসগুলো বসা। এগুলোর পার্টস-স্পেয়ার অনেকগুলো বসেও গেছে। সবগুলো একসঙ্গে চালুও করতে পারবে না। আজকে আলোচনা হয়েছে- মালিকপক্ষ, শ্রমিকপক্ষ বলেছেন উনারা একবারে চালু করতে পারবেন না। সবগুলো তো একসঙ্গে চালু করতে পারবেন না, কোন কোম্পানির কতগুলো বাস আছে তা- কোন মালিকের কতগুলো বাস চালাবে সেটা কিন্তু তাদের ওপর নির্ভর করবে। তারা বলেছেন পর্যায়ক্রমে চালু করা হবে।’

সীমিত আকারের ব্যাখ্যায় ইউছুব আলী মোল্লা বলেন, ‘সীমিত আকার হলো প্যাসেঞ্জার ১০০ পার্সেন্ট হতো সেটা ফিফটি পার্সেন্ট হবে।’

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা হবে ৫ ঘণ্টার
থাইল্যান্ড গেলেন প্রধানমন্ত্রী
তাপদাহে হিট অ্যালার্টের মেয়াদ আরও বাড়াল আবহাওয়া অফিস
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
উপজেলায় এমপি মন্ত্রীর সন্তান-স্বজনরা প্রার্থী হলে ব্যবস্থা
সব বিরোধী দলের উপজেলা নির্বাচন বর্জন

আরও খবর