Header Border

ঢাকা, শুক্রবার, ৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল) ২৯.৯৬°সে

করোনায় দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে “জনছায়া”

সময় সংবাদ লাইভ রিপোর্ট: সম্প্রতি দেশে শুরু হওয়া করোনা মহামারীর কারণে আর্তমানবতার সেবায় মধ্যবিত্ত, নিম্নবিত্ত ,অসহায় ছিন্নমূল ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে “জনছায়া” নামক একটি অরাজনৈতিক মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।ঢাকা সিটি লক ডাউন হওয়ার পর থেকেই তাদের ত্রান কার্যক্রম চালিয়ে আসছে।”জনছায়া”র পক্ষ থেকে,এই পর্যন্ত প্রায় ১০৫০০ গরিব অসহায় পরিবারের মাঝে ত্রান বিতরণ করেছে।

এ বিষয়ে জনছায়া’র উপদেষ্টা ফজলে রাব্বী সানি সময় সংবাদ লাইভকে বলেন আমাদের একটাই স্লোগান “বাঁচবো সবাই এক সাথে”।আর সেই লক্ষ্যেই আমাদের ত্রাণ কার্যক্রম আমরা আপনাদের সহযোগিতা নিয়ে চালিয়ে যাচ্ছি।কিন্তু বর্তমানে “জনছায়া”র আগামী দিনের ত্রাণ কার্যক্রম চালানোর জন্য, খাদ্য দ্রব্য অথবা নগদ অর্থের সহযোগিতা প্রয়োজন।এমতাবস্থায়, যারা সমাজের প্রতিষ্ঠিত, বিত্তশালী, সহৃদয়বান, দানশীল মহান ব্যক্তি রয়েছেন, তাদের প্রতি আমাদের সবিনয় অনুরোধ, আপনাদের যাকাতের অংশ দিয়ে হলেও, আমাদের পাশে দাঁড়িয়ে আর্তমানবতার সেবায় এগিয়ে আসুন।

আপনারা(বিত্তবান) যদি আমাদের পাশে থাকেন, তাহলে আমরা আগামী দিনগুলোতে আমাদের ত্রাণ কার্যক্রম সুচারুভাবে চালিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ।মনে রাখবেন “মানুষ মানুষের জন্য” এই মহা দুর্যোগে একার পক্ষে কোন কিছুই করা সম্ভব নয়, “দ‌শের লাঠি, একের বোঝা”।

ফজলে রাব্বী সানি আরো বলেন আপনারা নিশ্চই অবগত আছেন, বর্তমানে চলছে “পবিত্র মাহে রমজান”, আর এই রমজানে সমাজের একটি মানুষও যেন অভুক্ত থেকে সিয়াম পালন করতে না হয়, সেজন্যই আপনাদের একটুখানি সহযোগিতার বড়োই প্রয়োজন।আপনারা যা দিয়ে আমাদের সহযোগিতা করতে পারেন-চাল,ডাল,পিয়াজ,আলু,তেল,সাবান,আটা,মুড়ি,চিড়া ,চিনি ,বেসন ,ছোলা বুট,খেজুর ,আখের গুড়, ইত্যাদি।

এছাড়াও নগদ অর্থ দিয়েও আমাদের সাথে শরীক হতে পারেন।বিকাশ / নগদ এ অনুদান পাঠালে, এস এম এস এর মাধ্যমে, আপনার নাম ও মোবাইল নাম্বার পাঠিয়ে দিন।বিকাশ / নগদে অনুদান পাঠানোর নাম্বার –

বিকাশ -01853555535 (পার্সোনাল)।
নগদ – 01302899485 (পার্সোনাল)।
বিকাশ – 01302899485(পার্সোনাল)।

“নিশ্চয়ই যারা প্রকাশ্যে বা গোপনে তাদের উপার্জন থেকে দিবারাত্রি ব্যয় করে, তাদের জন্যে তাদের প্রতিপালকের কাছে পুরস্কার রয়েছে। তাদের কোনো ভয় বা পেরেশানি থাকবে না।”
[বাকারাহ: ২৭৪]

তিনি আরো বলেন, যদি কোন ব্যা‌ক্তি জনছায়ার সা‌থে একাত্ম হ‌তে চান, তাহ‌লে ঘ‌রে ব‌সেই আমা‌দের মোবাইল নাম্বারে ফোন দি‌লে, আমাদের স্বেচ্ছাসেবী টিম স্বশরীরে উপ‌স্থিত হ‌য়ে, আপনার সাহায্য সামগ্রী বা অনুদানের অর্থ নি‌য়ে আসবে।

যোগাযোগ :

মো:মঈন মোর্শেদ পলাশ(01811111175 )  সেকশন-১২, ব্লক-এ, বাসা-১০১, রোড-৫ , পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬.

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শ্রমিকের মৃত্যু
সারাদেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস
সুস্থ ও অসুস্থ অবস্থায় রোজা
প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল আরও ৩৯ হাজার পরিবার
রাজাপুরে অগ্নিকাণ্ডে পুড়ল ৬ দোকান, আহত ৫।
রোহিঙ্গা সংকট: জাতিসংঘকে জোরালো ভূমিকা পালনের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

আরও খবর