Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ৩০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল) ২৪.৯৬°সে

নলছিটিতে মাছ বিক্রি হবে ভ্যান গাড়িতে

সময় সংবাদ লাইভ রির্পোটঃঝালকাঠির নলছিটিতে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রার্দুভাবের কারণে মাছ ক্রয় বিক্রয় সহজীকরণ ও করোনা সংক্রমণ প্রতিরোধে উপজেলা মৎস্য অফিসের সহায়তায় ভ্রাম্যমাণ মৎস্য বাজার চালু করা হয়েছে।

সোমবার (১২ এপ্রিল) সকালে ভ্রাম্যমাণ মৎস্য বাজারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা রমনি কুমার মিস্ত্রি (অতি. দায়িত্ব) ও উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী এসএম সোয়েব।

বেশ কয়েকটি ভ্যানগাড়িতে এ বাজার ক্রেতার দোরগোড়ায় পৌঁছে যাবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বলেন, পচনশীল মাছ ক্রয়ের জন্য সাধারণ জনগণকে বাজারে যেতে হয়, যার কারণে বিপুল লোকের সমাগম ঘটে, যা করোনাকালে বিপদজনক। এ বাজারের কারণে কিছুটা হলেও মানুষের উপকার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

করোনা পরিস্থিতিতে নলছিটি উপজেলার সকল স্তরের মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করেন উপজেলা নির্বাহী অফিসার।
মাছ বিক্রেতা নান্নু সিকদার বলেন, করোনার জন্য মানুষ বাজারে কম আসে। তাই ভ্যানগাড়িতে বিক্রি করলে আমাদের রুটি রুজির ব্যবস্থা হবে। সেই সঙ্গে মানুষজনেরও স্বাস্থ্য ঝুঁকি কম হবে। ইউএনও স্যার আমাদের জন্য এ ব্যবস্থা করে দেয়ায় তার প্রতি কৃতজ্ঞ।

সোহেল মাহমুদ, 

নলছিটি প্রতিনিধি।

সময় সংবাদ লাইভ /১৩এপ্রিল

 

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

সারাদেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস
প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল আরও ৩৯ হাজার পরিবার
রাজাপুরে অগ্নিকাণ্ডে পুড়ল ৬ দোকান, আহত ৫।
রোহিঙ্গা সংকট: জাতিসংঘকে জোরালো ভূমিকা পালনের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
রাজধানীতে বিএনপির ৫৪ নেতাকর্মী রিমান্ডে
পান থেকে চুন খসলেই অস্বাভাবিক শাস্তি দিচ্ছে সরকার

আরও খবর