Header Border

ঢাকা, মঙ্গলবার, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল) ২৪.৯৬°সে

The UNAMID Medal পেলেন ভরপাশার কৃতী সন্তান মো.হিরন মিয়া

সময় সংবাদ লাইভ রির্পোটঃ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ দীর্ঘ দিন বিশ্বের সংঘাতপূর্ণ স্থানে শান্তি মিশন পরিচালোনা করে আসছে। জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশের অবদান শীর্ষে। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা বাংলাদেশ থেকে জাতিসংঘের মিশনে অংশগ্রহণ করে থাকে।

মো. হিরন মিয়া (এ এস আই) পদে থেকে বাংলাদেশে পেশাদারিত্বের সাথে তার দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৯ সালে সুদানের রাজধানী দারফুরে জাতিসংঘ পরিচালিত শান্তি মিশনে যোগদান করেন। সেখানেও পেশাদারিত্ব ও সুনামের সাথে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের কমান্ডার মোহাম্মদ আবদুল হালিমের নেতৃত্বে দায়িত্ব পালন করে। সুদানের দারফুরে তারা বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়নমূলক কাজ করেন। শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, অপরাধ দমন ইত্যাদি কাজ বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি করে।

তিনি আরো একাধিকবার বিদেশের মাটিতে নানান পুরুষ্কারে ভূষিত হয়েছেন। সাম্প্রতিক তিনি তার কাজে স্বীকৃতি স্বরুপ পেয়েছেন ‘The UNAMID Medal’। দারফুরে জাতিসংঘ পরিচালিত শান্তি মিশন এক অনারম্ভ অনুষ্ঠানের মাধ্যমে তাকে এ পুরুষ্কার প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে শান্তি মিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মো. হিরন মিয়া বাকের গঞ্জ থানার পাদ্রশীবপুর ইউনিয়নের ভরপাশা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম : মোহাম্মাদ আদম আলী মৃর্ধা এবং মায়ের নাম : হালিমা বেগম। আমরা সময় সংবাদ লাইভ পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানাই।

আবদুর রাজ্জাক,

সিনিয়র স্টাফ রিপোর্টার।

সময় সংবাদ লাইভ/১২ এপ্রিল। 

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

রাজধানীতে বিএনপির ৫৪ নেতাকর্মী রিমান্ডে
তিনশ ছুঁইছুঁই ব্রয়লার মুরগি।
মুগদায় গ্যাস নেওয়ার সময় ট্রাকের সিলিন্ডার বিস্ফোরণে যুবকের মৃত্যু।
আরাভ খানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির অনুরোধ।
বিশ্ববিদ্যালয়ের দুই মেধাবী ছাত্রীর মৃত্যু হতভাগ্য দুই পরিবার ফের শোকের সাগরে।

আরও খবর