সময় সংবাদ রিপোর্ট : ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয়টা খেলতে নেমেই সিরিজ হারের শঙ্কায় পড়েছিল স্বাগতিক ভারত। তবে ভারতীয় দুই ওপেনার ও যুজবেন্দ্র চাহাল, হার্শাল প্যাটেলের কল্যাণে বিশাখাপত্তনমে তৃতীয় ম্যাচটি জিতে সিরিজে টিকে রইলো ঋষভ পান্তের দল।বিশাখাপত্তনমে টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠায় প্রোটিয়ানরা। ভারতীয় দুই ওপেনার রুতুরাজ গায়কোয়াড় ও ইশান কিষাণ দারুণ শুরু এনে দেয় দলটিকে। ১০ ওভারে উঠিয়ে ফেলে ৯৭ রান। রুতুরাজ ৫৭ রান করে ফিরে গেলে মাঝের কিছু ওভারে রান তোলার খেই হারিয়ে ফেলে দলটি।আরেক ওপেনার ইশানও ফিফটি পূর্ণ করে ৫৪ রান করে ফেরে।
শেষদিকে হার্দিক পান্ডিয়ার ঝড়ো অপরাজিত ৩১ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৯ রান তোলে স্বাগতিকরা। বল হাতে প্রোটিয়ান ডোয়াইন প্রিটোরিয়াস ২৯ রানে নেন ২ উইকেট।১৮০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে একবারও জয়ের পথে ছিল না আগের দুই ম্যাচে সহজ জয় পাওয়া দক্ষিণ আফ্রিকা। নিয়মিত উইকেট হারিয়ে ম্যাচ থেকেই ছিটকে গিয়েছিল দলটি।১৮০ রান তাড়া করতে নেমে দলীয় একশো তুলতেই ১৫ ওভারে ৭ উইকেট হারিয়ে বসে দলটি। শেষ পর্যন্ত ১৩১ রানে অলআউট হয়ে ৬৮ রানের ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে দলটি। চাহাল ২০ রানে নেন ৩ উইকেট। পেসার হার্শাল ৪ উইকেট নেন ২৫ রান খরচায়।ভারতীয় জার্সিতে অধিনায়ক ঋষভ পান্তের এটি প্রথম জয়। অধিনায়কত্বের অভিষেক সিরিজ জিততে হলে সামনের দুই ম্যাচেই জয় নিশ্চিত করতে হবে ভারতকে।