সময় সংবাদ লাইভ রির্পোটঃ চলমান বৈশ্বিক মহামারী করণার কারণে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। অলস সময় পার করছেন শিক্ষার্থীরা সময় কটানোর অযুহাতে ঝুকে পরছে ফ্রি ফায়ার আর পাপজির মতো অসংখ্য অনলাইন গেমে।
সকাল থেকে দুপুর বিকাল থেকে রাত ব্যাস্ত সময় পার করছেন গেম দিয়ে দীর্ঘ সময় মোবাইলের স্কিনের দিকে তাকিয়ে থাকার কারণে হচ্ছেন নানাবিধ শারীরিক সমস্যার সম্মুখীন এর প্রভাবে বাড়ছে উগ্রতা হ্নাস পাচ্ছে নৈতিকতা এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীরা জড়িয়ে পরছেন আত্মহত্যা সহ নানা রকম অপরাধ মূলক কর্ম কান্ডে প্রতিদিন গেম খেলার জন্য জনপ্রতি শিক্ষার্থীরা খরচ দুইশত থেকে হাজার টাকা আদায়ের জন্য এক প্রকার বাধ্য করা হয় মা বাবাকে টাকা দিতে অস্বীকৃতি প্রকাশ করলে শিক্ষার্থীরা আত্মহত্যার হুমকি দেন মা বাবাকে কিছু দিন আগে এমনই একটি হ্নদয় বিদারক ঘটনার জন্ম দিয়েছেন চাঁদপুর জেলার মতলব থানার মোঃমামুন(১৪)নামের এক কিশোর গেম খেলার জন্য এমভি কেনার পন্চাশ টাকা না পেয়ে করেন আত্মহত্যা। একাধিক শিক্ষার্থীর মা বাবা সময় সংবাদ লাইভ কে বলেন এখনই ফ্রি ফায়ার পাপজির মতো অনলাইন গেম নিষিদ্ধ না করলে শিক্ষার্থীরা পৌঁছে যাবেন ধ্বংসের দ্বারপ্রান্তে।
মোঃ হাসান খাঁন,ঝালকাঠি প্রতিনিধি, সময় সংবাদ লাইভ।