সময় সংবাদ লাইভ রির্পোটঃ ভূমি রাজস্ব বিষয়ক আদালতগুলোর বিচারিক কার্যক্রমে অনলাইন শুনানি ব্যবস্থা চালু হতে যাচ্ছে। আগামী মঙ্গলবার (৮ জুন) এই কার্যক্রম উদ্বোধন করবেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ভূমি মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো চিঠি থেকে এ তথ্য জানা গেছে। ৮ জুন দুপুর ১২টায় সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে ভূমিমন্ত্রী অনলাইন শুনানি ব্যবস্থা উদ্বোধন করবেন।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থাকবেন ভূমি আপিল বোর্ড ও ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক, সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক।
ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার অংশ হিসেবে এই কার্যক্রম চালু করা হচ্ছে। এতে মানুষের ভোগান্তি কমবে, ভূমি রাজস্ব সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তি হবে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
সময় সংবাদ লাইভ।