সময় সংবাদ রিপোর্ট : এবারের আইপিএলে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলছেন মুস্তাফিজুর রহমান। সাকিব আল হাসানের পর আইপিএলে নিয়মিত খেলা দ্বিতীয় বাংলাদেশি এই বাঁহাতি পেসার পুরনো ঠিকানা বদলে এবার যোগ দিয়েছেন দিল্লি ক্যাপিটালসে। নতুন দলে গিয়েই নিজের অপরিহার্যতা প্রমাণ করে দ্রুতই মধ্যমণি হয়ে উঠছেন ‘দ্য ফিজ’, যার প্রমাণ রেখেছেন প্রথম তিন ম্যাচেই দারুণ বোলিং করে। দলের কোচ রিকি পন্টিংও মুগ্ধ মুস্তাফিজে। আর মুস্তাফিজ অনুপ্রাণিতবোধ করছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তির হাত থেকে পুরস্কার গ্রহণ করে।আইপিএলের এবারের মেগা নিলামে মুস্তাফিজের নতুন গন্তব্য হয়েছে দিল্লি ক্যাপিটালস। প্রথম শিরোপার সন্ধানে থাকা দলটির হেড কোচের দায়িত্বে আছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং। আর পন্টিংয়ের রণকৌশলে বড় একটা ভূমিকা পালন করছেন কাটার মাস্টার। বাঁহাতের অস্ত্রভাণ্ডার থেকে কাটার বলে উইকেট নেওয়ার পাশাপাশি রান আটকাতেও মুস্তাফিজ ভীষণ পটু। ডেথ ওভারে রান আটকাতে তো তার জুড়ি মেলা ভার। যার প্রমাণ রেখেছেন এবারের আইপিএলে তার খেলা সব কয়টি ম্যাচেই।
এবারের আইপিএলে মুস্তাফিজ প্রথম ম্যাচ খেলেন গুজরাট টাইটানসের বিপক্ষে। আইপিএলের নতুন এই দলটির বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন মুস্তাফিজ। ৪ ওভার বল করে সেদিন মাত্র ২৩ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন তিনি। যদিও সেদিন দিল্লি গুজরাটের বিপক্ষে সেই ম্যাচটি জিততে পারেনি তবুও প্রশংসিত হয়েছে মুস্তাফিজের বোলিং। ম্যাচ শেষে তো দলের কোচ রিকি পন্টিং দলের পক্ষে সেরা পারফর্মার হিসেবে বেছে নিয়েছিলেন মুস্তাফিজকেই।দিল্লির ড্রেসিংরুমে সতীর্থদের সামনে তাকে ম্যাচসেরা ঘোষণা করে পুরস্কৃত করেন দলটির হেড কোচ রিকি পন্টিং। পুরস্কার পেয়ে আবেগাপ্লুত মুস্তাফিজের আনন্দ আরও বেড়ে গেছে পুরস্কারটা পন্টিংয়ের মতো গ্রেটের হাত থেকে পেয়ে। তৃপ্তির সঙ্গে সঙ্গে অনুপ্রাণিতও বোধ করছেন মুস্তাফিজ।দিল্লি ক্যাপিটালসকে দেওয়া সাক্ষাৎকারে মুস্তাফিজ বলেন, ‘এটা শুধু আমার জন্য না প্রতিটি খেলোয়াড়ের জন্যই অনুপ্রেরণাদায়ক। ম্যাচ হারি আর জিতি, আপনি যদি ভালো পারফর্ম করেন, ড্রেসিংরুমে সবার সামনে ভালো ভালো কথা বা যে যেদিন ভালো করছেন সেদিন তার সম্মানটা বাড়ছে। তাকে সামনে নিয়ে আসা, এটা আমার মনে হয় খুবই ভালো।’
এই মৌসুমে তিন ম্যাচ খেলেই মুস্তাফিজ জয় করে নিয়েছেন ফ্রাঞ্চাইজিটির কর্মকর্তা, কোচিং স্টাফসহ বাকিদের মন। নতুন ফ্রাঞ্চাইজিতে গেলেও নতুন পরিবেশে মানিয়ে নিতে খুব একটা সমস্যা হচ্ছে না তাও জানিয়েছেন তিনি। দলে রয়েছে পুরনো সতীর্থ ডেভিড ওয়ার্নার ও চেতন সাকারিয়া। এ ছাড়া প্রতিপক্ষ হিসেবেও তো পেয়েছেন এদের অনেককেই। ভালো পারফরম্যান্স বজায় রেখে নিজেকে আরও শানিত ও ক্ষুরধার করতে চান এই বাঁহাতি।
‘ভালোর তো আসলে শেষ নেই। সবসময় খেলতে নামলে আমি চেষ্টা করি নিজের বেস্টটা দেওয়ার। এখানে অনেকের সঙ্গে আমি কমবেশি খেলাধুলা করেছি। একসঙ্গে না খেললেও প্রতিপক্ষ দলে ছিল এমন, কিংবা আইপিএলের শেষ মৌসুমে চেতন সাকারিয়া ছিল, ডেভিড ওয়ার্নারের সঙ্গে দুই বছর খেলেছি। সব মিলিয়ে ভালো অভিজ্ঞতা।,আইপিএলে এবার চার ম্যাচ খেলে দুটি জয় নিয়ে পয়েন্ট তালিকার ৬ নম্বরে অবস্থান করছে দিল্লি। মুস্তাফিজ মনে করেন, তাদের দলটি দারুণ ভারসাম্যপূর্ণ তাই সামনে ভালো কিছুই হবে। দেশবাসীর কাছে তিনি দোয়া ও দিল্লির জন্য সমর্থন চান, ‘আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন আমি যেন আরো ভালো খেলা উপহার দিতে পারি। আর দিল্লি ক্যাপিটালসের সঙ্গে থাকুন। আরো ভালো খেলা যেন আমরা উপহার দিতে পারি। আমরা দুটি জিতেছি এবং দুটি হেরেছে। আমাদের ভারসম্য খুবই ভালো। ব্যাটিং বলেন আর বোলিং বলেন, ভালো খেলোয়াড় আমাদের দলে আছে। আমাদের খুব একটা ভারসম্যপূর্ণ দল।’