Header Border

ঢাকা, মঙ্গলবার, ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ৩২.৩৮°সে

অ্যাটর্নি জেনারেলের বক্তব্য ‘ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়া’

সময় সংবাদ রিপোর্ট:বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না- অ্যাটর্নি জেনারেলের এমন বক্তব্য ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার শামিল বলে উল্লেখ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গতকাল বলেছেন, ‘খালেদা জিয়া যেহেতু দুই বছরের বেশি কারাদণ্ডপ্রাপ্ত এবং সাজা বাতিল হয়নি, সেহেতু সংবিধান অনুসারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না।’

এ প্রসঙ্গে রিজভী বলেন, ‘কীভাবে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে খালেদা জিয়া আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না এটা বলেন। খালেদা জিয়ার সাজা আপিল বিভাগে বিচারাধীন। তাই তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আপিল প্রক্রিয়া চূড়ান্ত সিদ্ধান্ত নয়। আপিল মানে এটা একটা প্রক্রিয়া। বিচারিক প্রক্রিয়ার মধ্যে আছে। আপিল বিভাগের রায় আছে নির্বাচনী তফসিল ঘোষণার পর কে যোগ্য বা অযোগ্য তা ঠিক করবে নির্বাচন কমিশন। আর সেখানে যদি কোনো সংবিধান লঙ্ঘনের ঘটনা ঘটে তবে সেটা উচ্চ আদালতে আসতে পারে। এখন অ্যাটর্নি জেনারেল যা বলছেন তা ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার শামিল। এমন কি তার বক্তব্য আপিল বিভাগের রায় দ্বারা সমর্থিত নয়।’

বিএনপির এ নেতা বলেন, ‘আপিল বিভাগের রায় অনুযায়ী যেকোনো রিটার্নিং অফিসার বেগম খালেদা জিয়ার তিনটি মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দিতে পারেন। আইনে তাতে কোনো বাধা নেই।’

তিনি বলেন, ‘ইসির নেওয়া সিদ্ধান্ত বৈধতা রিটে পরীক্ষা না করতেও আপিল বিভাগের নির্দলীয়তা পরখ করতে চাইলে এটা ভোটের পরে করতে হবে, ভোটের আগে নয়। তফসিলের পরে এগুলো নির্বাচনী বিরোধিতা হিসেবে বিবেচিত হবে। বিষয়টি দেখবেন নির্বাচনী ট্রাইব্যুনাল। হাইকোর্টে বিচারকদের নিয়ে গঠিত ট্রাইব্যুনাল অনধিক ছয় মাসের মধ্যে রায় ঘোষণা করবে।’

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের হামলার পর যে বার্তা দিলেন খামেনি
গড়ে ৪ জন প্রার্থী বিএনপির, একক প্রার্থী জামায়াতের
মাদকের করালগ্রাসে ক্ষতবিক্ষত বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম
‘সমাজকে মাদকমুক্ত করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’
নেতানিয়াহুকে হামলা চালিয়ে যেতে বললেন ট্রাম্প
প্রতিশোধ নিতে প্রস্তুত ইরান

আরও খবর