Header Border

ঢাকা, শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ (হেমন্তকাল) ১৯.৬৫°সে

আইপিএলের নতুন সূচি

সময় সংবাদ লাইভ রির্পোটঃ অনেক আলোচনার পর আইপিএল শুরু করার সিদ্ধান্ত এলো। করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে যাওয়া বিশ্বের সবচেয়ে জমজমাট ঘরোয়া টি-টোয়েন্টির এবারের প্রতিযোগিতা আর ভারতে হচ্ছে না। পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) আইপিএল নিয়ে গেলো সংযুক্ত আরব আমিরাতে। আজ (শনিবার) ভারতীয় ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে, মরুর বুকে আইপিএল ফের শুরু হবে সেপ্টেম্বরে।

জৈব সুরক্ষা বলয় ভেঙে পড়েছিল ২০২১ সালের আইপিএলের। সুরক্ষার চাদরে মুড়ে দেওয়া হলেও করোনাভাইরাসে আক্রান্ত হন বেশ কয়েকজন ক্রিকেটার। তাছাড়া ভারতের করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ায় গত ৪ মে আইপিএল স্থগিত করার ঘোষণা আসে। এরপর থেকে আলোচনা, কবে শুরু হবে আইপিএল, ভারতে নাকি আরব আমিরাতে চলে যাচ্ছে কুড়ি ওভারের প্রতিযোগিতা? সব প্রশ্নের উত্তর আজ দিয়েছে বিসিসিআই।

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে হবে আইপিএলের বাকি অংশ। ভারত থেকে সরিয়ে আরব আমিরাতে আইপিএল নিয়ে যাওয়ার কারণ কিন্তু করোনা নয়! বিসিসিআই জানিয়েছে, সেপ্টেম্বর-অক্টোবর বৃষ্টির মৌসুম, তাই মরুর বুকে নেওয়া হয়েছে জমজমাট ক্রিকেট লড়াই। স্পেশাল জেনারেল বোর্ড মিটিংয়ে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।

গত ৯ এপ্রিল শুরু হয়েছিল আইপিএলের ১৪তম আসর। করোনার কারণে স্থগিত হওয়ার আগে শেষ হয়েছে ২৯ ম্যাচ। ৩০তম ম্যাচে এসে হানা দেয় করোনা, যে কারণে স্থগিত হয় কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ। সে পর্যন্ত ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে দিল্লি ক্যাপিটালস। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলা চেন্নাই ২ পয়েন্টে পিছিয়ে দ্বিতীয় স্থানে। সমান ম্যাচে বেঙ্গালুরুর সমান পয়েন্ট হলেও নেট রানরেটে পিছিয়ে তারা।

ফের আইপিএল শুরুর ঘোষণা দিলেও বিসিসিআইকে কঠিন বাধা সামলাতে হবে। প্রথমত ইংল্যান্ডের বিপক্ষে ভারতের পাঁচ ম্যাচের টেস্ট শেষ হবে ১৪ সেপ্টেম্বর। এর এক সপ্তাহ পর ইংলিশরা বাংলাদেশ ও পাকিস্তান সফর করবে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত। ইংল্যান্ডের অন্তত ডজনখানেক ক্রিকেটার আছেন আইপিএল। জাতীয় দলের খেলা থাকায় স্বাভাবিকভাবেই আইপিএল তাদের পাবে না।

তাছাড়া ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের নিয়েও শঙ্কা আছে। কেননা ২০২১ সালের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ২৮ আগস্ট শুরু হবে চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।

সমস্যা এখানেই শেষ নয়। অক্টোবরের মাঝামাঝি শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেটির আয়োজক আবার ভারত। অর্থাৎ, অক্টোবরের প্রথম সপ্তাহেই শেষ করতে হবে আইপিএল।

সময় সংবাদ লাইভ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ষোড়শ এশিয়া কাপের পর্দা উঠছে আজ
হোয়াইটওয়াশ এড়াতে আজ মাঠে নামছে বাংলাদেশ
ক্রিকেট থেকে অবসরের ঘোষণা তামিমের
হঠাৎ সংবাদ সম্মেলনের ডাক তামিমের, আসতে পারে বড় ঘোষণা
আফগানদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
ফাইনালে ভারতের সঙ্গে পারল না বাংলাদেশের মেয়েরা

আরও খবর