Header Border

ঢাকা, সোমবার, ১৫ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৮.৯৬°সে

প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হলেন সাকিব আল হাসান

*সময় সংবাদ লাইভ রির্পোটঃ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হলেন । জুলাই মাসের সেরা পারফরম্যান্সের জন্য তাকে নির্বাচিত করা হয়। এর আগে গত মে মাসের সেরা নির্বাচিত হয়েছিলেন মুশফিকুর রহীম।

অস্ট্রেলিয়ার মিচেল মার্শ এবং ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ জুনিয়রকে পেছনে ফেলে জুলাই মাসের সেরা নির্বাচিত হয়েছেন সাকিব। বুধবার এক বিবৃতিতে জুলাই মাসের সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করে আইসিসি। জুলাই মাসের সেরা নারী ক্রিকেটার হলেন স্টেফানি টেলর।

জুলাই মাসে জিম্বাবুয়ে সফরে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলে সাকিব। তিনটি ফরম্যাটেই সমান সফল ছিলেন তিনি। যে কারণে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি- তিন ফরম্যাটেই সিরিজ জয় করে নিতে পেরেছে।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে সাকিব দ্বিতীয় ওয়ানেড ম্যাচে অপরাজিত ৯৬ রান করেন। ওই ম্যাচে নিশ্চিত পরাজয় থেকে বাংলাদেশকে রক্ষা করেন তিনি। শেষ পর্যন্ত ৩ উইকেটের ব্যবধানে জয় তুলে নেয় টাইগাররা। টি-টোয়েন্টিতে সাকিব নিয়েছেন ৩ উইকেট। ইকনোমি রেট ছিল ৭। যে কারণে এই ফরম্যাটেও বাংলাদেশ জিম্বাবুয়েকে হারিয়েছে ২-১ ব্যবধানে।

দিনের শুরুতে ঘোষিত আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে আবারও অলরাউন্ডারদের শীর্ষস্থানে ফিরে এসেছেন সাকিব। মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়ার পর সাকিব এক প্রতিক্রিয়ায় আইসিসি-ক্রিকেট.কমকে বলেন, ‘আইসিসির জুলাই মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হলাম, এটা আমার জন্য সত্যি অনেক গর্বের একটি বিষয়। এই মাসে বেশ কিছু ভালো পারফরম্যান্স ছিল আমার। এ কারণেই এই পুরস্কারটা আমার জন্য স্পেশাল।’

এরপর তিনি আরো বলেন, ‘যখন দলের জয়ে আমি কোনো ভূমিকা রাখতে পারি, তখন নিজের মধ্যে অনেক সুখের একটা অনুভূতি হয়, অনেক ভালোলাগাও কাজ করে। গত কয়েক সপ্তাহে বাংলাদেশের জয়ে ভূমিকা রাখতে পেরে আমি সত্যিই খুশি।’

নারী ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার এবং অধিনায়ক স্টেফানি টেলর নির্বাচিত হয়েছেন জুলাই মাসের সেরা নারী ক্রিকেটার হিসেবে। ওই মাসে পাকিস্তানের বিপক্ষে ব্যাট এবং বল হাতে দুর্দান্ত পারফরম করে ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ জয় এনে দিয়েছিলেন তিনি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ষোড়শ এশিয়া কাপের পর্দা উঠছে আজ
হোয়াইটওয়াশ এড়াতে আজ মাঠে নামছে বাংলাদেশ
ক্রিকেট থেকে অবসরের ঘোষণা তামিমের
হঠাৎ সংবাদ সম্মেলনের ডাক তামিমের, আসতে পারে বড় ঘোষণা
আফগানদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
ফাইনালে ভারতের সঙ্গে পারল না বাংলাদেশের মেয়েরা

আরও খবর