সময় সংবাদ লাইভ রির্পোটঃ৭ এপ্রিল( বুধবার ) সকাল ৬টা থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশের সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি আরো বলেন, লকডাউন পরিস্থিতিতে সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ও জনসাধারণের যাতায়াতে দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে সরকার গণপরিবহনে চলাচলের বিষয়টি পুনর্বিবেচনা করে অনুমোদন দিয়েছেন।
ঢাকা ও চট্টগ্রামসহ গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রাজশাহী, খুলনা,সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকাধীন সড়কে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলাচল করবে। তবে পরিবহন এক সিটি এরিয়া থেকে অন্য সিটি এরিয়াতে প্রবেশ করতে পারবে না। সিটি কর্পোরেশনের আওতার বাইরে কোনো পরিবহন চলাচল করবে না।
এবং প্রতিবার যাত্রা শুরু ও শেষে জীবাণুনাশক দিয়ে গাড়ি জীবাণুমুক্ত করতে হবে। এরই সাথে সাথে সকলকে বাধ্যতামূলক মাস্ক পরিধান, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে।
এছাড়া তিনি আরো বলেন,সমন্বয়কৃত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে বলেও ঘোষণা দেন তিনি।
নাঈম মাহমুদ
সময় সংবাদ লাইভ /৬ এপ্রিল