সময় সংবাদ লাইভ রির্পোটঃ প্রযুক্তিগত উন্নয়ন কাজের জন্য আগামী ৯ই জুন ২০২১ রাত ১২টা হতে সকাল ৮টা পর্যন্ত ইন্টারনেট সার্ভার বন্ধ থাকবে এতে কোন প্রকার ইন্টারনেট জাতীয় কোন কিছু চলবে না।জিপি অপারেটরের সূত্রে বলা হয়েছে।
যেমন বায়োস্কোপ, ইউটিউব, জিপি মিউজিক, কন্ফারেন্স্, জি ফাইভ, সোশাল্, টিকটক প্যাক এক্টিভেশন ও ডিএক্টিভেশন বন্ধ থাকবে।এতে বিটিআরসি ও ভিবিন্ন অপারেটর দুঃখ প্রকাশ করছেন সাময়িক বন্ধ থাকার জন্য।
সময় সংবাদ লাইভ।