সময় সংবাদ লাইভ রিপোর্ট: ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা সংক্ষিপ্ত এক আকস্মিক সফরে আজ মঙ্গলবার দুপুরে ঢাকায় আসছেন। গত মার্চের পর ভারতের পররাষ্ট্রসচিবের এটি দ্বিতীয় ঢাকা সফর।
বাংলাদেশে হাইকমিশনারের দায়িত্ব পালন শেষে ওয়াশিংটনে দায়িত্ব পালন করে দিল্লিতে পররাষ্ট্রসচিবের দায়িত্ব পাওয়ার পর চলতি বছরের মার্চের প্রথমার্ধে প্রথম ঢাকায় এসেছিলেন শ্রিংলা।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, হঠাৎ করেই এ সফরটি নির্ধারিত হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করবেন হর্ষবর্ধন শ্রিংলা। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকও করবেন।