*সময় সংবাদ লাইভ রির্পোটঃ আজ সোমবার (০৭ জুন) ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলটির নেৃতৃবৃন্দ।
এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম, ছয় দফা দিবস মানতে চায় না, তারা দেশের স্বাধীনতাকেই হেয় করছে।
তিনি আরও বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারাই নির্বাচনে অংশগ্রহণ করে না।