সময় সংবাদ রিপোর্টঃ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দুপুর ২টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। তবে শতভাগ ফিট না হলেও প্রথম ওয়ানডে ম্যাচ খেলার কথা জানিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।
তাই ওপেনার তামিমের সঙ্গে দেখা জেতে পারে লিটন দাসকে। আর তিন, চার ও পাঁচে দেখা জেতে পারে যথাক্রমে শান্ত, সাকিব ও তাওহিদ হৃদয়কে। এরপর ছয়ে মুশফিক।এছাড়া দুই সিরিজ পর ওয়ানডে দলে ফেরা আফিফ হোসেনকে বাজিয়ে দেখতে পারেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সেক্ষেত্রে সাত নম্বর পজিশনেই দেখা যেতে পারে তাকে। আটে ব্যাট করবেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া নয়ে তাসকিন আহমেদ, দশে হাসান মাহমুদ এবং এগারোতে দেখা যেতে পারে মুস্তাফিজুর রহমানকে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।