সময় সংবাদ লাইভ রিপোর্টঃ ভারতীয়দের নিরাপত্তা নিয়ে সতর্কতা জারি। আফগানিস্তানে তালেবানদের শক্তি বৃদ্ধি নিয়ে শঙ্কা প্রকাশ করেছে কাবুলে অবস্থিত ভারতীয় দূতাবাস।
শনিবার নির্দেশনাও জারি করা হয়েছে। সেখানে অবস্থিত কূটনীতিক ও নিরাপত্তাকর্মীদের ফিরিয়ে নেওয়ার তোড়জোড় চলছে।
পাশাপাশি বিনা প্রয়োজনে বর্তমানে আফগানিস্তানে ভারতীয়দের না যাওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস।
শপিংমল, রেস্টুরেন্ট এবং বিশেষ করে আফগানিস্তানে অবস্থিত কোনো মন্দিরে না যাওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের পর থেকেই সেখানে আধিপত্য বিস্তার করে চলেছে তালেবানরা। ভারতীয়দের প্রতি বিশেষ ঘৃণা আছে তালেবানদের, এমনই মন্তব্য করেছেন আফগান সেনাবাহিনীর কমান্ডার বিলাল আহমেদ।
বিশেষ করে তালেবানের হাতে ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকির মৃত্যু এবং আফগান সীমান্তে পাক সেনা মোতায়েনের পরই বিষয়টি নিয়ে আরো মাথা ব্যাথা শুরু হয়েছে কাবুলে অবস্থিত ভারতীয় দূতাবাসের।
বিলাল জানান, দানিশকে প্রথমে গুলী করে হত্যা করা হলেও ভারতীয় পরিচয় শোনার পর তার মরদেহ বিকৃত করে দেওয়া হয়।
দানিশের প্রাণহীন শরীরের ওপর দিয়ে চালিয়ে দেওয়া হয় গাড়ি। এরপরই সেখানে অবস্থিত ভারতীয়দের প্রতি বিশেষ এই সতর্কবার্তা জারি করা হলো।