*সময় সংবাদ লাইভ রির্পোটঃ গতকাল বৃহস্পতিবার ছিল বৃটিশদের হাত থেকে স্বাধীনতা লাভের ১০২তম বার্ষিকী। এই দিনটি ছিল আফগানদের নিকট অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই দিনটির মাত্র তিন দিন আগে তালেবানের বিজয়ের মাধ্যমে আরেকবার স্বাধীনতা লাভ করে আফগান জনগণ। মার্কিনীদের মদদপুষ্ট পুতুল সরকারের পতন হয়। এ অবস্থার প্রেক্ষাপটে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছে তালবান।
রোববার কাবুল দখলের পর থেকে তালেবান বলেছে, তারা শান্তি চায় এবং পুরনো শত্রুদের বিরুদ্ধে তারা প্রতিশোধ নেবে না।
ইসলামী আইন অনুযায়ী নারীদের অধিকারের প্রতি সম্মান দেখানো হবে বলেও আশ্বাস দিয়েছে তারা।
আজ শুক্রবার জুমার নামাজের আগে তারা আফগান ঐক্যের তাগিদ দিয়েছে। লোকজন যেন আফগানিস্তান ছেড়ে না যায়, তা বোঝাতে ইমামদের প্রতি আহ্বান জানিয়েছে।
আগেরবার, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত যখন তারা ক্ষমতায় ছিল, তখন নারীদের পড়াশোনা বা চাকরির সুযোগ ছিল না, ঘরের বাইরে বের হওয়ার সময় পুরুষ অভিভাবকের অনুমোদনও লাগত।
সেসময় জনসমক্ষে মৃত্যুদণ্ড ছিল নিয়মিত ঘটনা। প্রাচীন সব বুদ্ধমূর্তিসহ অসংখ্য নিদর্শনও গুড়িয়ে দিয়েছিল তারা। ২০০১ সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর অভিযানে তারা ক্ষমতাচ্যুত হয়।