Header Border

ঢাকা, সোমবার, ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৭.৫১°সে

আবারও বাড়তে পারে লকডাউন

সময় সংবাদ লাইভ রির্পোটঃ করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউন কিছু বিধিনিষেধ শিথিল করে আরও বাড়তে পারে বলে আভাস পাওয়া গেছে। তবে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ের সভায় সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী, চলমান লকডাউন শেষ হবে আগামী ৫ মে মধ্যরাতে। ঈদ হতে পারে ১৩ বা ১৪ মে। সে হিসেবে সাপ্তাহিক ছুটি ও অন্যান্য ছুটি বাদ দিলে ঈদের আগে তিন কর্মদিবস পাওয়া যাচ্ছে। এই স্বল্প সময়ের জন্য বিধিনিষেধ শিথিল করার সম্ভাবনা কম বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘ঈদের আগে যেহেতু কর্মদিবস কম, সেহেতু বিধিনিষেধ চলমান রাখার চিন্তাভাবনা করা হচ্ছে। তবে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে গণপরিবহন চলাচলের অনুমতি দেয়া হতে পারে।’

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তার ভাষ্য, ‘কিছু শর্ত শিথিল করে বিধিনিষেধ বাড়ানোর চিন্তা-ভাবনা করা হচ্ছে। চলমান বিধিনিষেধ শেষ হওয়ার আগে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’

এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘বিধিনিষেধ বাড়ানোর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা পরিস্থিতি পর্যালোচনা করছি। পরিস্থিতি অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।’

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় গত ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত বিধিনিষেধ দেয়া হলেও তা খুব একটা কার্যকর হয়নি। পরে ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত শুরু হয় এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ। এটি বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত করা হয়।

সময় সংবাদ লাইভ। 

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের হামলার পর যে বার্তা দিলেন খামেনি
গড়ে ৪ জন প্রার্থী বিএনপির, একক প্রার্থী জামায়াতের
মাদকের করালগ্রাসে ক্ষতবিক্ষত বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম
‘সমাজকে মাদকমুক্ত করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’
নেতানিয়াহুকে হামলা চালিয়ে যেতে বললেন ট্রাম্প
প্রতিশোধ নিতে প্রস্তুত ইরান

আরও খবর