সময় সংবাদ রিপোর্ট:প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শিগগিরই সবাইকে গণভবনে আমন্ত্রণ জানানো হবে বলেও জানান তিনি। রোববার বেলা ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে ঢাকার পার্শ্ববর্তী জেলা নেতৃবৃন্দের যৌথসভার শুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, ‘যারা সংলাপে এসেছিলেন, তাদেরকে আবার নেত্রী সংলাপে আমন্ত্রণ জানাচ্ছেন। গণভবনে দাওয়াত দেবেন, একসঙ্গে সবাইকে দাওয়াত দেওয়া হবে। সেটা খুব শিগগিরই জানিয়ে দেওয়া হবে।’ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি নেতৃত্বাধীন জোট জাতীয় ঐক্যফ্রন্টসহ সব মিলিয়ে ৫১টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে নির্বাচনী সংলাপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।