Header Border

ঢাকা, মঙ্গলবার, ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ৩২.৩৮°সে

করোনা ভাইরাসে বিশ্বে  একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড

সময় সংবাদ লাইভ রিপোর্টঃ বিশ্বে করোনা ভাইরাসে একদিনে  সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ২৪ ঘন্টায় ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ১২ হাজার ৩৭২ জন। এর আগে সর্বোচ্চ সংখ্যাটা ছিলো গত ২৫ নবেম্বর। সেদিন প্রাণ হারিয়েছিলো ১২ হাজার ২৬৭ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৩৪ হাজারের বেশি মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে বিশ্বের ৬ কোটি ৪৮ লাখ ৩৮ হাজার ৮৯৮ জন। করোনার ভয়াল থাবায় বিশ্বে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ লাখ ৯৯ হাজার ২১৮ জনে। বিশ্বে এ পর্যন্ত সুস্থ হয়েছে ৪ কোটি ৪৯ লাখ ৩৬ হাজার ৯০৫ জন।

এখনও পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। একদিনে ২ হাজার ৮৩১ জনের মৃত্যুর মধ্যে দিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা ২ লাখ ৮৯ হাজার ৮৬৫ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ১ কোটি ৪৩ লাখের বেশি মানুষ।

ভারতে একদিনে আক্রান্ত শনাক্ত হয়েছে ৩৩ হাজারের বেশি মানুষ, প্রাণ হারিয়েছে প্রায় ৫০০ জন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৯৫ লাখ ৩৩ হাজার ছাড়িয়েছে, প্রাণ হারিয়েছে ১ লাখ ৩৮ হাজারের বেশি মানুষ। ব্রাজিলে মোট আক্রান্ত শনাক্ত ৬৪ লাখের বেশি, প্রাণ হারিয়েছে ১ লাখ ৭৪ হাজার ৫০০ জনেরও বেশি।

বাংলাদেশে এখন পর্যন্ত ৪ লাখ ৬৯ হাজার ৪২৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ৭১৩ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৮৫ হাজার ৭৮৬ জন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের হামলার পর যে বার্তা দিলেন খামেনি
গড়ে ৪ জন প্রার্থী বিএনপির, একক প্রার্থী জামায়াতের
মাদকের করালগ্রাসে ক্ষতবিক্ষত বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম
‘সমাজকে মাদকমুক্ত করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’
ইরান-ইসরায়েল সংঘাত নিরসনে মধ্যস্থতার উদ্যোগের প্রস্তাব দিয়েছেন পুতিন।
নেতানিয়াহুকে হামলা চালিয়ে যেতে বললেন ট্রাম্প

আরও খবর