Header Border

ঢাকা, শনিবার, ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২০.৯৬°সে

কথা সাহিত্যিক আবুল কালাম আজাদের কবিতা “করোনা সন্দেহ !”

সময় সংবাদ বিনোদন ডেস্ক :

করোনা সন্দেহ !
-আবুল কালাম আজাদ
—————–
সকাল বেলা হঠাৎ করে
হাচিঁ দিলাম যখন,
পাশে থেকে বউটা ভয়ে
লাফিয়ে উঠলো তখন।
দুপুর বেলা হঠাৎ করে
গায়ে এলো জ্বর,
বন্ধুরা সব চিৎকার করে
বলল এখন সর।
মাথা ব্যাথা নিয়েই যখন
চলে আসলাম বাড়ি,
বউটা দেখি বাচ্চা নিয়ে
চলছে বাবার বাড়ি।
বললাম তারে কোথায় যাও গো
কথা বলো’ না,
করোনা’তে ধরেছে তোমায়
তাও কি বোঝ’ না।
সন্ধাবেলা গলা ব্যাথায়
ভয় পেয়ে যাই আমি,
মনে হলো সত্যিই যেন
করোনার আসামি।
ডাক্তার যখন রক্ত নিল
পুলিশ আসলো তখন,
লাল ফিতা সব বেধে দিল
বাড়ি লকডাউন।
দুরে গেল আশে পাশে
আপন যারা ছিল,
করোনা ভাইরাস এখন আমায়
মানুষ চেনালো।
বাড়িতে শুধু মা রয়েছে
সবাই গেছে চলে,
মাঝে মাঝে কিছু মানুষ
মোবাইলে কথা বলে।
মহাবিপদে পাশে শুধু
পরে রইলো,মা
তাইতো বলি মা’গো তোমার
নেইকো তুলনা।
আস্তে আস্তে জ্বর তো গেলই
গেল সর্দি কাশি,
এখন আমি ভালোই আছি
নেইতো কোন হাচিঁ।
হাসতে হাসতে বউটা এসে
কামড় দিয়ে জীভ,
বলল আমায় দেখো তোমার
রিপোর্ট নেগেটিভ।
শুধু শুধুই কষ্ট দিলাম
ক্ষমা করো মোরে,
শত বিপদেও যাব না আমি
কভু তোমায় ছেড়ে।
করোনা তুমি শিখিয়ে দিলে
কে আপন কে পর,
মায়ের চাইতে নেই তো আপন
বাকি সবাই পর।।
(ভালো থাকুক পৃথিবীর সকল ‘মা’)

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

৩ ও ১৫ দিনের ইন্টারনেট ডেটা প্যাকেজ বন্ধ
নাচগান করলেন, আবার সব মুছে দিতে বললেন কেমন হয় না?
প্রেমিকের হাত ধরে মন্দিরে জাহ্নবী
রোমান্টিক মুডে ধরা দিলেন ইমরান-পড়শী।
প্রথমবার একসঙ্গে বাংলার দুই দেবী!
উষ্ণতা ছড়ানো লুকের রহস্য জানালেন নিপুণ!

আরও খবর