সময় সংবাদ লাইভ রির্পোটঃ বঙ্গবন্ধু ও বাংলাদেশ ছাত্রলীগ শীর্ষক গ্রন্থের দ্বিতীয় মুদ্রণ বের হয়েছে।এই গ্রন্থটির রচয়িতা আমানুল্লাহ আমান সাগর বাংলাদেশ ছাত্রলীগের উপ গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক।এই বইতে বঙ্গবন্ধু কেন ছাত্রলীগ নামক সংগঠন করলেন?এই সংগঠনের সাথে বঙ্গবন্ধুর সম্পর্ক কি? লেখক বইটিতে তুলে ধরেছেন।বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আজ উদ্বোধন করেন।
নতুন প্রজন্মের জন্য এ গ্রন্থ রচনা করেছেন লেখক। যারা বাংলাদেশ ছাত্রলীগ ও বঙ্গবন্ধুর সম্পর্ক জানতে পারবে এতে বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া সংগঠন নিয়ে তার অনুভূতি ও তার আদর্শ তুলে ধরা হয়েছে।বঙ্গবন্ধু নিজ হাতে গড়া সংগঠন নিয়ে তার সম্পর্ক ও ভালোবাসা।এই সংগঠন সৃষ্টির ইতিহাস ও ভূমিকা বঙ্গবন্ধুর সে কথাগুলো তুলে ধরেছেন।
বইটি পাওয়া যাবে বাংলাদেশ ছাত্রলীগের “মাতৃভূমি” ষ্টলে।স্টল নং (৭৪৯-৭৫০)।বইটি নিজ হাতে স্টলে কিনতে পারবেন বা লেখকের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন।
সময় সংবাদ লাইভ।