সময় সংবাদ রিপোর্ট : যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি জিল বাইডেন হঠাৎই ইউক্রেন সফরে গেছেন। রোববার সফরে গিয়ে তিনি ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেন্সকার সঙ্গে বৈঠক করেন। খবর রয়টার্সের।বৈঠকের পর জিল বাইডেন সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয়েছে যে ইউক্রেনের মানুষজনকে এটা দেখানো জরুরি যে এই যুদ্ধ বন্ধ হতে হবে। এই যুদ্ধ নৃশংস। যুক্তরাষ্ট্রের জনগণ ইউক্রেনের জনগণের সঙ্গে রয়েছে।’সফরে একটি আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন জিল বাইডেন। সেখানে ১৬৩ জন বাস্তুচ্যুত ইউক্রেনীয় আশ্রয় নিয়েছে; যাদের মধ্যে ৪৭ জন শিশু রয়েছে।
বাইডেন প্রায় দুই ঘণ্টা ইউক্রেনে অবস্থান করেন। তার আগে বাইডেন ইউক্রেনের সীমান্তবর্তী স্লোভাকিয়ার একটি গ্রাম পরিদর্শন করেন। ওই গ্রাম থেকে প্রায় ১০ মিনিটের দূরত্বে অবস্থিত ইউক্রেনের উঝহোরোদ শহরে গাড়ি করে যান বাইডেন।বাইডেনের ‘সাহসিকতাপূর্ণ কাজের’ জন্য তাকে ধন্যবাদ জানান জেলেন্সকা। তিনি বলেন, ‘আমরা বুঝি যে যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডির এখানে আসা কতটা ঝামেলার, যখন কিনা প্রতিদিনই সামরিক অভিযান চলছে, যেখানে প্রতিদিনই বিমান হামলার সাইরেন বাজছে- এমনকি আজকেও।’