সময় সংবাদ রিপোর্ট : ইউক্রেন সীমান্তে রাশিয়ার একটি তেল সংরক্ষণাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার ব্রিয়ানস্ক অঞ্চলের ওই সংরক্ষণাগারে আগুন লাগে।স্থানীয় সরকারের বরাতে এ তথ্য জানায় দেশটির সংবাদমাধ্যম তাস।সরকারের প্রেস অফিস থেকে বিবৃতি দিয়ে তেল সংরক্ষণাগারের একটি ট্যাংকে ভয়াবহ আগুন লাগার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় বিষয়টি দেখভাল করছে বলে জানানো হয়।আরও জানানো হয়, মস্কোর স্থানীয় সময় রাত ২টায় আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন।