সময় সংবাদ লাইভ রির্পোটঃ যুক্তরাজ্যে একজন লটারিতে ১১ কোটি ১৫ লাখ ৪০ হাজার পাউন্ডের ইউরোমিলিয়ন জ্যাকপট জিতেছেন। এটি দেশটির নবম সর্বোচ্চ লটারি জয়। জানা গেছে, এই ভাগ্যবান প্রয়োজনীয় সাতটি নাম্বারই মেলাতে সক্ষম হয়েছেন। শনিবার (৫ জুন) এখবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। বিশ্বের নয়টি দেশে এই ইউরোমিলিয়ন লটারির টিকেট বিক্রি করা হয়। প্রতি সপ্তাহে একবার টিকিটধারীরা জ্যাকপট জয়ের সুযোগ পান।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের জাতীয় লটারি অপারেটর ক্যামেলট খেলোয়াড়দের তাদের টিকিট পরীক্ষা করতে বলেছিলেন। জেতার নম্বরগুলো ছিল ০৭, ২০, ৩৬, ৪০, ৪৬। পাশাপাশি লাকি স্টার নাম্বার ছিল ০২ এবং ০৪। একজন ব্রিটিশ নাগরিক এই সাতটি নাম্বারই মেলাতে পেরেছেন।
এখন পর্যন্ত ইউরোমিলিয়ন লটারিতে সর্বোচ্চ জয়ের রেকর্ড ১৮ কোটি পাউন্ড। গত ফেব্রুয়ারিতে এক সুইস খেলোয়াড় এটি জেতেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ কোটি ১০ লাখ পাউন্ড জয় করা হয়েছিল ২০১১ সালে। উত্তর আয়ারশিয়ারের কলিন এবং ক্রিস ওয়েয়ার এটি জিতেছিলেন।
সময় সংবাদ লাইভ।