সময় সংবাদ রিপোর্ট:জনপ্রশাসনের জ্যেষ্ঠ সহকারী সচিব ও সমমর্যাদার আরও ২৫৬ কর্মকর্তাকে উপ-সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। বুধবার মধ্যরাতে এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি উপ-সচিব পদে ৪২৪ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উপ-সচিবের স্থায়ী পদ আছে সাড়ে আটশ’র মতো। নতুন করে পদোন্নতির ফলে বর্তমানে উপ-সচিবের সংখ্যা হয়েছে এক হাজার ৮৫৯ জন।
এ বছরের ২৯ অগাস্ট ১৫৪ জনকে অতিরিক্ত সচিব এবং ২০ সেপ্টেম্বর ১৫৪ জনকে যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতি দেয় সরকার।
এর আগে ২০১৭ সালের ২২ ডিসেম্বর ১৯৩ জন উপ-সচিবকে যুগ্ম-সচিব এবং ১১ ডিসেম্বর ১২৮ জন যুগ্ম-সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয়।
এছাড়া ২০১৭ সালের ২৩ এপ্রিল ২৬৭ জন জ্যেষ্ঠ সহকারী সচিবকে উপ-সচিব পদে পদোন্নতি দেয় সরকার। আর ২০১৬ সালের ২৭ নভেম্বর অতিরিক্ত সচিব, যুগ্ম-সচিব ও উপ-সচিবের তিন স্তরে পদোন্নতি পান ৫৩৬ জন কর্মকর্তা। ওই বছর মে মাসে অতিরিক্ত সচিব, যুগ্ম-সচিব ও উপ-সচিব পদে ২১৭ কর্মকর্তা এবং ২০১৫ সালের জুনে উপ-সচিব, যুগ্ম-সচিব এবং অতিরিক্ত সচিব পদে আরও ৮৭৩ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়।