Header Border

ঢাকা, শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল) ২৩.০৫°সে
শিরোনাম

ঋণ খেলাপি আব্দুস সালাম সিকদারকে এডহক কমিটি থেকে অপসরণ,ঋণ পরিশোধে ২৪ ঘন্টার আল্টিমেটাম।

 

মোঃ আবদুস সালাম হাওলাদার, মির্জাগঞ্জ প্রতিনিধি,সময় সংবাদ লাইভঃ বিধি বাম !দৌড় ঝাঁপ ও তদবিরেও শেষ রক্ষা হলো না মোঃ আব্দুস সালাম সিকদারের। ঋণ খেলাপীর দায়ে শেষ পর্যন্ত তাকে মির্জাগঞ্জ উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউঃ লিঃ এর এডহক কমিটি থেকে অপসারণ করা হয়েছে। পাশাপাশি ঋণ পরিশোধের জন্য তাকে ২৪ ঘন্টা সময় সীমা বেঁধে দিয়ে আল্টিমেটাম দেয়া হয়েছে। বিভাগীয় সমবায় কার্যালয়, বরিশাল ও পটুয়াখালী জেলা সমবায় অফিস থেকে এসংক্রান্ত দুটি পত্র জারি করা হয়েছে। গত ২০ জুন রবিবার মুহাম্মদ আবদুল্লা আল মামুন,যুগ্ম নিবন্ধক, বিভাগীয় সমবায় কার্যালয়, বরিশাল এসংক্রান্ত একটি চিঠি জারি করেন। চিঠিতে তিনি জনাব মোঃ আব্দুস সালাম সিকদারকে একজন ঋণ খেলাপি হিসেবে উল্লেখ করে বলেন,তিনি নানা সময়ে বিভিন্ন সমবায় থেকে ঋণ নিয়ে উহা পরিশোধ না করে খেলাপি হয়েছেন। সমবায় সমিতির আইন অনুযায়ী সে মির্জাগঞ্জ উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউঃ লিঃ এর অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। পাশাপাশি চিঠিতে জেলা সমবায় অফিসার মোঃ হারুন অর রশিদ কর্তৃক গত ২৫/৫/২০২১ ইং তারিখে জারিকৃত ৬৩৪/১(৮) স্মারকের পত্রের আদেশ (মোঃ আব্দুস সালাম সিকদারের এডহকের সদস্য পদ পুনবর্হাল)স্থগিত করে একই তারিখের জারিকৃত ৬২৪/১(৬) স্মারকের পত্রের আদেশ (মোঃ আব্দুস সালাম সিকদারকে বাদ দিয়ে এবং জনাব মোহাম্মদ নাজমুল হোসেন, পরিদর্শক, জেলা সমবায় অফিস, পটুয়াখালী কে সভাপতি করে ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটি পুনর্গঠন) বাস্তবায়ন করতে নির্দেশনা জারি করা হয়েছে। এছাড়াও গত ১৫ জুন মঙ্গলবার পটুয়াখালী জেলা সমবায় অফিসার মোঃ হারুন অর রশিদ স্বাক্ষরিত একটি চিঠিতে মোঃ আব্দুস সালাম সিকদারকে খেলাপিকৃত সমুদয় ঋণ টাকা পরিশোধের জন্য ১ দিনের আল্টিমেটাম বেঁধে দেয়া হয়েছে।ব্যর্থতায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে।পত্র প্রাপ্তির ঘটনার সত্যতা স্বীকার করে মির্জাগঞ্জ উপজেলা সমবায় অফিসার পংকজ কুমার চন্দ্র বলেন, অফিস সহায়ক মাহবুবকে অভিযুক্ত আব্দুস সালাম সিকদার সহ সংশ্লিষ্ট সকলের কাছে চিঠি পৌঁছে দিতে বলা হয়েছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা ছাত্রদলের
২০তম বিসিএস ফোরামের নতুন কমিটি : আহ্বায়ক জিয়াউদ্দিন,সদস্যসচিব আব্দুল্লাহ্ আরেফ
আব্দুল্লাহ আরেফের অভিযানে সাবেক মেয়র জাহাঙ্গীরের ক্যাশিয়ার রুহুল আমিন আটক!
অভ্যুত্থানের ৪ মাস পেরোতেই ঐক্যে ফাটলের সুর
হঠাৎ উধাও বোতলজাত সয়াবিন তেল, বিপাকে ক্রেতারা
চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ, মাংস ও সবজি

আরও খবর