Header Border

ঢাকা, রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল) ২৭.১৫°সে
শিরোনাম

একে অপরকে গুলি করে লাশ হলেন ২ বিএসএফ সদস্য

সময় সংবাদ রিপোর্ট: পাঞ্জাবের অমৃতসরের পর এ বার গুলিতে প্রাণ গেল মুর্শিদাবাদের জলঙ্গির কাকমারি বিএসএফ ক্যাম্পে। গুলিতে দুই বিএসএফ সেনা নিহত হয়েছেন। সোমবার (৭ মার্চ) আনন্দবাজারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ধারণা করা হচ্ছে, ওই দুই সেনা সদস্য তর্কে জড়িয়ে পড়েছিলেন। তার জেরেই একে অপরকে গুলি করেন।তারা বিএসএফের ১১৭ নম্বর ব্যাটালিয়নের সদস্য।বিএসএফ সূত্রে জানা গেছে, ওই দুই সেনা কোনো কারণে নিজেদের মধ্যে বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এর পর তারা একে অপরকে লক্ষ্য করে গুলি করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। বিএসএফ ক্যাম্পের ভেতরে গুলি চলার ঘটনায় চাঞ্চল্য তৈরি হয় কাকমারি বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায়। এখনও পর্যন্ত ওই দুই বিএসএফ সদস্যের নাম-পরিচয় জানা যায়নি।

কী কারণে ওই বিএসএফ জওয়ানরা নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন সেটাও স্পষ্ট নয়।দু’জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে বিএসএফ সূত্রে জানা গেছে। সামগ্রিকভাবে ঘটনার তদন্তও শুরু হয়েছে।এর আগে বিএসএফের এক মেসে ঝগড়া থেকে সতীর্থদের গুলি করেছেন এক কনস্টেবল। রোববার (৬ মার্চ) সকালের এই ঘটনায় পাঁচ বিএসএফ সৈন্য নিহত হয়েছেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা ছাত্রদলের
২০তম বিসিএস ফোরামের নতুন কমিটি : আহ্বায়ক জিয়াউদ্দিন,সদস্যসচিব আব্দুল্লাহ্ আরেফ
আব্দুল্লাহ আরেফের অভিযানে সাবেক মেয়র জাহাঙ্গীরের ক্যাশিয়ার রুহুল আমিন আটক!
অভ্যুত্থানের ৪ মাস পেরোতেই ঐক্যে ফাটলের সুর
হঠাৎ উধাও বোতলজাত সয়াবিন তেল, বিপাকে ক্রেতারা
চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ, মাংস ও সবজি

আরও খবর