সময় সংবাদ লাইভ রিপোর্টঃববরিশালবিভাগের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন এসএসসি ১২ এইচএসসি ১৪ ব্যাচ বরিশাল বিভাগের উদ্যোগে শীত বস্ত্র বিতরন সম্পন্ন হয়েছে। বরিশাল কাশিপুর নেছারিয়া দারুল উলুম এতিমখানার এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করেন সংগঠনের এডমিনগন.নগরীর বেলসপার্ক এর শীতার্ত অসহায় মানুষের মাঝে একটু উষ্ণতার ছোঁয়া পৌঁছে দিতে সহায়তার আপন হাত বাড়ালো এ সংগঠনটি। ১৫ জানুয়ারী শুক্রবার আছরবাদ নগরীর কাশিপুর নেছারিয়া দারুল উলুম এতিমখানার সম্মুখে এতিম ছাত্রদের মাঝে কম্বল শীতের উপহার হিসেবে প্রদান করা হয়।
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন মোঃ জাকারিয়া, এসএম মুশফিক, শুভ্রদীপ, এম আর মাহমুদ সহ সংগঠনের অনেক সদস্যবৃন্দ।
এ বিষয়ে সংগঠনের সদস্যরা সময় সংবাদ লাইভ কে বলেন অসহায় এবং সুবিধা বঞ্চিত মানুষের জন্য অবিরাম কাজ করে চলছে সংগঠনটি,শীত বস্ত্র বিতরনের মাধ্যমে এই কোমল শিক্ষার্থীদের পাশে থাকতে পেরে ভালো লাগছে। করোনা প্রাদূর্ভাবের কারনে সীমিত পরিসরে এই আয়োজন করা হয়েছে। ইনশাল্লাহ সকলের সহযোগিতা পেলে বৃহৎ পরিসরে আয়োজন করবো৷এ সময় উপস্থিত ছিলেন এতিমখানার তত্ত্বাবধায়ক মোঃহোসাইন।
আসাদুল ইসলাম রাজিব, সময় সংবাদ লাইভ