Header Border

ঢাকা, শনিবার, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২২.৯৬°সে

কথা সাহিত্যিক আলমগীর পারভেজের কবিতা “পুষ্পমুকুট”

সময় সংবাদ বিনোদন ডেস্ক :

 

“পুষ্পমুকুট”

-আলমগীর পারভেজ

—————–

পুষ্পমুকুট পরা এক কিশোরী মেয়ে
টোল পরা মুখে হাসি,
কিছুদিন পর জানতে পারলাম
গলায় দিয়েছে ফাঁসি।
পারা পরশী সকলে বলে
মেয়েটি ছিল যেন লজ্জাবতী গাছ,
বিশ্বাস হয়নি এই বয়সে কেন
গলায় দিয়েছে ফাঁস।
কসির উদদীনদের জয়জয়কার
সারা বিশ্বজুরে,
অত্যাচারিত সব নারী
নীরবে চলেছে দুরে।
আসবেনা কখনো এই পৃথিবীতে শুধু
থাকবে চোখের জল,
বিচারের আশায় নিম্ন -মধ্যরা
করবে কোলাহল।
কসির উদদীন দের বিচার হবে না
সকলে মোরা জানি,
আর কতকাল দেখবো সবাই
বাবা- মায়ের চোখের পানি।
ক্ষমতার জোরে দামাচাপা দিয়ে
করছো তোমরা বড়াই,
নারী’র মর্যাদা দিয়েছে যেজন
তিনি করবেন লড়াই।
আল্লাহ কে তোমরা ভয় করোনি
করেছ তার সৃষ্টিকে,
চিন্তা করোনা ইচ্ছে হলেই
নিয়ে যাবে তোদের দৃষ্টিকে।
সারাবিশ্বে, নারী নিয়ে এত উল্লাস
সামান্য ভাইরাসে কেন হয়ে গেল বন্ধ ?
সৃষ্টি করেছে তোমাদের যে জন
না চিনলে থাকবে অন্ধ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

৩ ও ১৫ দিনের ইন্টারনেট ডেটা প্যাকেজ বন্ধ
নাচগান করলেন, আবার সব মুছে দিতে বললেন কেমন হয় না?
প্রেমিকের হাত ধরে মন্দিরে জাহ্নবী
রোমান্টিক মুডে ধরা দিলেন ইমরান-পড়শী।
প্রথমবার একসঙ্গে বাংলার দুই দেবী!
উষ্ণতা ছড়ানো লুকের রহস্য জানালেন নিপুণ!

আরও খবর