সময় সংবাদ বিনোদন ডেস্ক :
“পুষ্পমুকুট”
-আলমগীর পারভেজ
—————–
পুষ্পমুকুট পরা এক কিশোরী মেয়ে
টোল পরা মুখে হাসি,
কিছুদিন পর জানতে পারলাম
গলায় দিয়েছে ফাঁসি।
পারা পরশী সকলে বলে
মেয়েটি ছিল যেন লজ্জাবতী গাছ,
বিশ্বাস হয়নি এই বয়সে কেন
গলায় দিয়েছে ফাঁস।
কসির উদদীনদের জয়জয়কার
সারা বিশ্বজুরে,
অত্যাচারিত সব নারী
নীরবে চলেছে দুরে।
আসবেনা কখনো এই পৃথিবীতে শুধু
থাকবে চোখের জল,
বিচারের আশায় নিম্ন -মধ্যরা
করবে কোলাহল।
কসির উদদীন দের বিচার হবে না
সকলে মোরা জানি,
আর কতকাল দেখবো সবাই
বাবা- মায়ের চোখের পানি।
ক্ষমতার জোরে দামাচাপা দিয়ে
করছো তোমরা বড়াই,
নারী’র মর্যাদা দিয়েছে যেজন
তিনি করবেন লড়াই।
আল্লাহ কে তোমরা ভয় করোনি
করেছ তার সৃষ্টিকে,
চিন্তা করোনা ইচ্ছে হলেই
নিয়ে যাবে তোদের দৃষ্টিকে।
সারাবিশ্বে, নারী নিয়ে এত উল্লাস
সামান্য ভাইরাসে কেন হয়ে গেল বন্ধ ?
সৃষ্টি করেছে তোমাদের যে জন
না চিনলে থাকবে অন্ধ।