অপেক্ষার সীমানায়
আমি তো কাঙ্গাল ছিলাম তোমার ভালোবাসার,
কিন্তু তুমি জনে জনে প্রেম বিলিয়েছো।
আমাকে দেওনি ভালোবাসার একটি আদুলিও।
চোখে চোখ রেখেও দেখোনি একবার,
শূন্য হাতে ফিরেছি বারবার।
তোমার হাসি ছিল অন্য কারও জন্য,
আমার দিকে ফিরেনি সেই সোনালী দৃষ্টি।
রাতের আকাশে কত তারা গুনেছি,
তোমার নাম ধরে কত স্বপ্ন বুনেছি।
তবু তুমি ছিলে দূরের কোনো আলো,
কাছে পেতে গিয়ে হারিয়েছি ভালো।
আমি আজও কাঙ্গাল, সেই ভালোবাসার,
তোমার একটুখানি স্পর্শের আশায়।
যদি কোনো দিন ফিরে চাও পিছনে,
দেখবে, আমি আছি, একা — অপেক্ষার সীমানায়।