সময় সংবাদ রিপোর্ট: এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সুইডেনের রাজকুমারী ভিক্টোরিয়া। শনিবার (৮ জানুয়ারি) রয়েল কোর্ট জানিয়েছে, তার শরীরে মৃদু উপসর্গ দেখা দিয়েছে। তবে সিংহাসনের এই উত্তরসূরিকে টিকার পূর্ণ ডোজ দেওয়া হয়েছিলচলতি সপ্তাহের শুরুতে তার বাবা-মা সুইডেনের রাজা ও রানীরও করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছিল। ভিক্টোরিয়া বর্তমানে নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।এদিকে মহামারি করোনায় বিপর্যস্ত যুক্তরাজ্য। বিশ্বে সপ্তম দেশ হিসেবে করোনায় দেড় লাখ মৃত্যু পার করল দেশটি। ইউরোপের অন্যান্য দেশেও বাড়ছে আক্রান্তের সংখ্যা।শনিবার (৮ জানুয়ারি) করোনায় আক্রান্ত হয়েছেন সুইডেনের রাজকুমারী। এদিকে, যুক্তরাষ্ট্রে ওমিক্রনের তাণ্ডবে প্রতিদিনই বাড়ছে রোগী, হচ্ছে শনাক্তের রেকর্ড।যুক্তরাজ্যের হাসপাতালগুলোতে এখন শুধুই করোনা রোগী। বিপুল সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হওয়ায় দেখা দিয়েছে স্বাস্থ্যকর্মী সংকট। বেশকয়েকটি হাসপাতালে মিলছে না কোনো শয্যাও। বাধ্য হয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছে অ্যাম্বুলেন্স।
শনিবার এক বিবৃতিতে যুক্তরাজ্য সরকার জানায়, দেশটিতে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে করোনা শনাক্তের ২৮ দিনের মধ্যে মারা গেছেন তারা। ইউরোপে করোনায় মৃত্যুর দিক দিয়ে যুক্তরাজ্যের চেয়ে এগিয়ে আছে শুধু রাশিয়া। পুতিনের দেশে এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখের বেশি মানুষ।ইউরোপের প্রতিটি দেশেই ওমিক্রন আসার পর বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই ভিআইপি কেউ না কেউ আক্রান্ত হচ্ছে ভাইরাসটিতে।
এদিকে যুক্তরাষ্ট্রে ভয়াবহ আক্রার ধারণ করেছে মহামারি করোনা। প্রতিদিনই কয়েকলাখ মানুষের আক্রান্তের খবর প্রকাশ করছে মার্কিন গণমাধ্যম। এতে করে দেশটিতে বাড়ছে চ্যালেঞ্জ।
রেকর্ড সংখ্যক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হওয়ায় রোগীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। কর্মী সঙ্কট মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নিতে কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব দিয়েছে অঙ্গরাজ্যগুলো।