Header Border

ঢাকা, সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২২.৯৬°সে

করোনাযোদ্ধাদের জন্য তিন মাসের অতিরিক্ত বেতন

সময় সংবাদ লাইভ রিপোর্ট:করোনা ভাইরাস মোকাবিলায় মাঠে থাকা স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসনের কর্মীদের তিন মাসের অতিরিক্ত বেতন দেবে সরকার। জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়ানোয় সম্মাননা হিসেবে এই অর্থ দেওয়া হবে। এ সংক্রান্ত নীতিমালা চূড়ান্ত করেছে অর্থ মন্ত্রণালয়। আজকালের মধ্যেই প্রজ্ঞাপন জারি হতে পারে।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, করোনা মোকাবিলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সক্রিয় রাখতে প্রণোদনা দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে তাদের তিন মাসের মূল বেতন (বেসিক) দেওয়া হবে। এর আগে করোনা ভাইরাস মোকাবিলায় সরকারি কর্মীরা আক্রান্ত হলে গ্রেড ভেদে ৫ থেকে ১০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কোনো কর্মী করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে ওই অর্থের পাঁচগুণ দেওয়া হবে।

advertisement

জানা গেছে, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবাপ্রদানে সরাসরি কর্মরত ডাক্তার, নার্সসহ স্বাস্থ্যকর্মী, লকডাউন ও সরকার ঘোষিত নির্দেশনা বাস্তবায়নে নিয়োজিত মাঠপ্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী এবং প্রত্যক্ষভাবে নিয়োজিত প্রজাতন্ত্রের অন্য কর্মকর্তা-কর্মচারীরা অতিরিক্ত তিন মাসের মূল বেতন সম্মাননা হিসেবে পাবেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মানববন্ধনে নিরাপত্তা চেয়ে ডিএমপি কমিশনারকে বিএনপির চিঠি
আন্দোলন জোরদার করতে নতুন কৌশলে বিরোধী দলগুলো
ঘূর্ণিঝড় ‘মিগজাউম’: রাজধানীসহ বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
পছন্দের থানায় যেতে ওসিদের দৌড়ঝাঁপ
কারাবন্দি নেতাকর্মীর ‘যন্ত্রণার জীবন’
বাছাই ডিঙাতে পারেননি আলোচিত অনেক প্রার্থী

আরও খবর