Header Border

ঢাকা, সোমবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল) ২৬.৯৬°সে

করোনার নতুন উপসর্গ ‘ক্লান্তি’

সময় সংবাদ লাইভ রিপোর্ট:যতই দিন গড়াচ্ছে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বাড়ছে। একাধিক নতুন উপসর্গেরও দেখা মিলছে। গবেষকরা বলছেন, করোনার উপসর্গ হিসেবে শরীরে ক্লান্তি ও অবসন্ন ভাবও তৈরি হতে পারে।

অনেকের ক্ষেত্রেই দেখা গেছে, শরীরে ম্যাজ ম্যাজ ভাব আছে কিন্তু জ্বর, গায়ে ও হাত পায়ে ব্যথা নেই। অথচ নমুনা পরীক্ষার পর দেখা গেল তাদের করোনা পজেটিভ এসেছে। করোনার এসব উপসর্গ নতুন করে ভাবাচ্ছে চিকিৎসকদের।

মার্কিন যুক্তরাষ্ট্রের ‘সেন্টার্স ফর ডিজিজেস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ (সিডিসি) করোনা সংক্রমণের নতুন আরও কয়েকটি উপসর্গ তালিকাভুক্ত করেছে। এর মধ্যে রয়েছে– পেশির যন্ত্রণা ও মাথা ব্যথার উপসর্গ। এ সময় ঘুম থেকে সহজে উঠতে ইচ্ছে করে না।

সিডিসির সাথে যুক্ত মার্কিন বিশেষজ্ঞরা এমনটিই মনে করছেন।

করোনা প্রকোপ থেকে পুরোপুরি মুক্তি পেতে এখনও অনেক দিন অপেক্ষা করতে হবে। সম্প্রতি এমনটিই জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেবরিয়াসুস।

সামান্য উপসর্গ বা উপসর্গ ছাড়াই করোনা সংক্রমণের আশঙ্কা বাড়ছে। ফলে চিন্তা বাড়াছে চিকিৎসকদেরও। করোনা নিয়ে নিত্য নতুন গবেষণারও প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে।

সূত্র : জিনিউজ

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত ৮০ হাজার ছাড়াতে পারে
আওয়ামী লীগ সরকার ডেঙ্গুর চেয়েও ভয়াবহ: মির্জা ফখরুল
তৈরি পোশাক রফতানির নামে অর্থ পাচারের আসল চিত্র কী?
ড. ইউনূসের বিচার শুরু
একনেকে চাঁদপুর মেডিকেল কলেজসহ ১৯ প্রকল্প অনুমোদন
অটল আ.লীগ, সংবিধানের বাইরে যাবে না

আরও খবর