Header Border

ঢাকা, শনিবার, ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২০.৯৬°সে

করোনার সর্বোচ্চ পরীক্ষা, শনাক্তেও সর্বোচ্চ

সময় সংবাদ লাইভ রিপোর্ট:দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সর্বোচ্চ সংখ্যক নমুনা পরীক্ষা করা হয়েছে। সেইসঙ্গে নতুন রোগী শনাক্তও আগের সব রেকর্ড ভেঙেছে। সব মিলিয়ে একদিনেই মোট ৭ হাজার ৯০০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৬২ জন। আর মারা গেছে ১৯ জন।

এর আগে মঙ্গলবার ৬ হাজার ৭৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ৯৬৯ জন, মৃত্যু হয় ১১ জনের।

তার আগের দিন সোমবার ৭ হাজার ২০৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ১ হাজার ৩৪ জন, মারা যায় ১১ জন।

আজ বুধবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

advertisement

তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ৪১টি ল্যাব থেকে ৭ হাজার ৮৬২টি। পূর্বের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৯০০টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ১ হাজার ১৬২ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১৭ হাজার ৮২২ জন।’

গত ২৪ ঘণ্টায় সর্বাধিক ১৯ জন মৃত্যুবরণ করেছে জানিয়ে নাসিমা সুলতানা বলেন, ‘মোট মারা গেছে ২৬৯ জন। ১৯ জনের মধ্যে পুরুষ ১২ জন এবং নারী ৭ জন।’

তিনি আরও বলেন, ‘ঢাকা শহরের হাসপাতালগুলোতে ১৩ জন মৃত্যুবরণ করেছে। ১৩ জনের মধ্যে সবারই ঠিকানা ঢাকা। তবে একজনের ঠিকানা পাবনা। নারায়ণগঞ্জে একজন, মুন্সীগঞ্জে একজন। খুলনা বিভাগে একজন, তিনি নড়াইলের। চট্টগ্রাম বিভাগের তিনজন। এর মধ্যে চট্টগ্রামের দুজন এবং কুমিল্লার একজন।’

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২১৪ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত ৩ হাজার ৩৬১ জন সুস্থ হয়েছে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

আন্দোলন জোরদার করতে নতুন কৌশলে বিরোধী দলগুলো
ঘূর্ণিঝড় ‘মিগজাউম’: রাজধানীসহ বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
পছন্দের থানায় যেতে ওসিদের দৌড়ঝাঁপ
কারাবন্দি নেতাকর্মীর ‘যন্ত্রণার জীবন’
বাছাই ডিঙাতে পারেননি আলোচিত অনেক প্রার্থী
অবসরের ৩ বছরের মধ্যে নির্বাচনে অংশগ্রহণ নয় : হাইকোর্ট

আরও খবর