সময় সংবাদ লাইভ রিপোর্টঃ দেশে টানা তৃতীয়দিনের মতো সাড়ে তিনহাজারেরও বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষায় নতুন তিন হাজার ৫৮৭ জন রোগী শনাক্ত হয়। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে শনাক্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ লাখ ৮৪ হাজার ৩৯৫ জনে।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়াল আট হাজার ৭৯৭ জনে।
বৃহস্পতিবার (২৫ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।