সময় সংবাদ লাইভ রিপোর্ট: করোনা আক্রান্ত হয়েছেন ৩৭ জন বিচারক। এর মধ্যে করোনা জয় করেছেন ১০ জন। আর করোনায় প্রাণ গেছে একজন বিচারকের।
সুপ্রিম কোর্টেরর মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়াও সুপ্রিম কোর্টের ৩৮ জন কর্মচারী এবং অধস্তন আদালতের ১০১ জন কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন।
আক্রান্তদের সঙ্গে আইন মন্ত্রণালয় ও সুপ্রিম কোর্ট থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। তাদের শারীরিক অবস্থা সম্পর্কে প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীকে নিয়মিত অবহিত করা হচ্ছে বলে জানান সাইফুর রহমান।