Header Border

ঢাকা, সোমবার, ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৯.৯৬°সে

করোনা ইউনিটে ৯ দিনে ৯৮ জনের মৃত্যু

সময় সংবাদ লাইভ রিপোর্ট:ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে স্থাপিত করোনা ইউনিটে গত ৯ দিনে ৯৮ জন মারা গেছেন। তাদের মধ্যে ১০ জন করোনা পজিটিভ ছিলেন।

ঢামেক হাসপাতালের কোভিড-১৯ ইউনিটের ওয়ার্ড মাস্টার মোহাম্মদ রিয়াজ জানান, গত ২ মে থেকে শুরু হয় বার্ন ইউনিটে করোনা রোগী ভর্তির কর্যক্রম। এরপর গত ৯ দিনে সেখানে মারা গেছেন ৯৮ জন। তাদের মধ্যে ১০ জন করোনা পজিটিভ। বাকিরা সাসপেকটেড।

advertisement

মোহাম্মদ রিয়াজ আরও জানান, বর্তমানে হাসপাতালে রোগী ভর্তি আছেন ২০৫ জন। এর মধ্যে আইসিউতে ১০ জন। এ কয়দিনে রোগী ভর্তি হয়েছিলেন প্রায় ৬১০ জন। অনেকেই চিকিৎসা নিয়ে বাসায় গেছেন। আবার অনেকেই হাসপাতালের কর্তৃপক্ষকে কিছু না বলে চলে গেছেন।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, ‘মৃত্যুর সংখ্যাটি আমি বলতে পারব না। তবে মৃত্যুর হার ৯ দিনে অনেক। তাদের মধ্যে করোনা সাসপেকটেডের সংখ্যা অনেক বেশি। পাশাপাশি কোভিড-১৯ আক্রান্ত হয়েও মারা গেছে কয়েকজন।’

advertisement

ঢামেক হাসপাতালের পরিচালক আরও বলেন, ‘হার্টের সমস্যা, শ্বাসকষ্ট ,নানাধরনের অসুখ নিয়ে রোগীরা সরাসরি কোভিড ইউনিটে ভর্তি হচ্ছে। অনেক হাসপাতাল ঘুরে এখানে আসছে। যে রোগী মারা গেছে তাদের সবার অবস্থা খুব খারাপ ছিল।’

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

কর্মসূচির অনুমতি চাইতে গিয়ে জামায়াতের ৪ নেতা আটক
২৪ ঘণ্টায় ৭২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
বাংলাদেশ সঙ্ঘাতে নয়, শান্তিতে বিশ্বাসী : প্রধানমন্ত্রী
জাতির ক্রান্তিকালে জিয়াউর রহমানের সাহসী নেতৃত্ব ছিল অবিস্মরণীয় : মির্জা ফখরুল
অনুমোদন নেই ডায়াগনস্টিক সেন্টারের, ২ লাখ টাকা জরিমানা করে সিলগালা
অ্যাম্বুলেন্সে করে আদালতে নিপুণ রায়

আরও খবর