Header Border

ঢাকা, সোমবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল) ২৭.৯৬°সে

করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে স্বাস্থ্যের ডিজি

সময় সংবাদ লাইভ রিপোর্ট:করোনাভাইরাসে আক্রান্তের উপসর্গ নিয়ে নিজ বাসায় আইসোলেশনে আছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। গত কয়েকদিন ধরেই তিনি বাসার বাইরে আসছেন না। একা একঘরে দিন কাটাচ্ছেন। পরিবারের এক সদস্যের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর এই বিধি মানতে হচ্ছে তাকে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এখনো মহাপরিচালক মহোদয়ের নমুনা পরীক্ষা হয়নি। তাই নিশ্চিত করে বলা যাচ্ছে না তিনি করোনায় আক্রান্ত কিনা। পরীক্ষার প্রক্রিয়া চলছে।’

তবে আবুল কালাম আজাদের পরিবারের একজন সদস্য এরই মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন বলেও জানান তিনি।

নিয়ম অনুযায়ী কোনো পরিবারে একজন সদস্যের কোভিড-১৯ পজেটিভ হলে বাকিদের আইসোলেশনে রাখা হয়। লকডাউন করা হয় ওই বাসা।

নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে দেখা গেলেও বেশ কয়েক সপ্তাহ ধরে তার কোনো দেখা নেই। তার পরিবর্তে অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিং করছেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত ৮০ হাজার ছাড়াতে পারে
আওয়ামী লীগ সরকার ডেঙ্গুর চেয়েও ভয়াবহ: মির্জা ফখরুল
তৈরি পোশাক রফতানির নামে অর্থ পাচারের আসল চিত্র কী?
ড. ইউনূসের বিচার শুরু
একনেকে চাঁদপুর মেডিকেল কলেজসহ ১৯ প্রকল্প অনুমোদন
অটল আ.লীগ, সংবিধানের বাইরে যাবে না

আরও খবর