Header Border

ঢাকা, সোমবার, ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ৩১.৭৪°সে

করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে স্বাস্থ্যের ডিজি

সময় সংবাদ লাইভ রিপোর্ট:করোনাভাইরাসে আক্রান্তের উপসর্গ নিয়ে নিজ বাসায় আইসোলেশনে আছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। গত কয়েকদিন ধরেই তিনি বাসার বাইরে আসছেন না। একা একঘরে দিন কাটাচ্ছেন। পরিবারের এক সদস্যের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর এই বিধি মানতে হচ্ছে তাকে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এখনো মহাপরিচালক মহোদয়ের নমুনা পরীক্ষা হয়নি। তাই নিশ্চিত করে বলা যাচ্ছে না তিনি করোনায় আক্রান্ত কিনা। পরীক্ষার প্রক্রিয়া চলছে।’

তবে আবুল কালাম আজাদের পরিবারের একজন সদস্য এরই মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন বলেও জানান তিনি।

নিয়ম অনুযায়ী কোনো পরিবারে একজন সদস্যের কোভিড-১৯ পজেটিভ হলে বাকিদের আইসোলেশনে রাখা হয়। লকডাউন করা হয় ওই বাসা।

নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে দেখা গেলেও বেশ কয়েক সপ্তাহ ধরে তার কোনো দেখা নেই। তার পরিবর্তে অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিং করছেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের হামলার পর যে বার্তা দিলেন খামেনি
গড়ে ৪ জন প্রার্থী বিএনপির, একক প্রার্থী জামায়াতের
মাদকের করালগ্রাসে ক্ষতবিক্ষত বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম
‘সমাজকে মাদকমুক্ত করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’
নেতানিয়াহুকে হামলা চালিয়ে যেতে বললেন ট্রাম্প
প্রতিশোধ নিতে প্রস্তুত ইরান

আরও খবর