সময় সংবাদ লাইভ রির্পোটঃবুধরার দিবাগত গভীর রাতে কাঠালিয়া উপজেলার
৪নং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ,জি,এম ওমর ফারুক এর বাড়িতে এ গরু চুরির ঘটনা ঘটে।
চোরেরা এ সময় গোয়াল ঘরের তালা ও চেইন কেটে ১টি গাই গরু নিয়ে যায়, যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ টাকা।
চুরির ঘটনায় আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকার ক্ষুদ্র গরু খামারি, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে।
উল্লেখ্য, তিন মাস আগেও এ গ্রামে পরপর কয়েকটি গরু চুরি সংঘটিত হয়।
ভুক্তভোগীরা থানায় ডায়েরি করলেও এখন পর্যন্ত কোনো গরু চোর আটক করতে পারেনি পুলিশ।
মোঃনূর আলম,স্টাফ রির্পোটার, সময় সংবাদ লাইভ।