সময় সংবাদ রিপোর্ট: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন ২৮ জানুয়ারি। নির্বাচনকে ঘিরে এরই মধ্যে প্যানেল তৈরি শুরু করেছেন প্রার্থীরা। নতুন করে এবার আলোচনায় ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল।এ প্যানেলে নিয়ে আলোচনা চলছে ফিল্মপাড়ার বিভিন্ন মহলে। কাঞ্চন-নিপুণ প্যানেলে সভাপতি পদে নির্বাচন করবেন ইলিয়াস কাঞ্চন। আর সাধারণ সম্পাদক পদে লড়বেন চিত্রনায়িকা নিপুণ। সহকারি সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন চিত্রনায়ক সাইমন সাদিক।নতুন করে এ প্যানেলে যুক্ত হয়েছেন চিত্রনায়ক ইমন। ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক পদে নির্বাচন করবেন তিনি। নিজের ফেসুবকে পোস্ট করে বিষয়টি জানিয়েছেন ইমন।
জানতে চাইলে সময় সংবাদ লাইভকে এ অভিনেতা বলেন, ‘আমরা আসলে নির্বাচন বা রাজনীতি নিয়ে আগ্রহ ছিল না। প্রথমবার যখন নির্বাচন করি তখন দেখলাম রিয়াজ ভাই, পপি, ফেরদৌস ভাই ছিলেন। অনেকটা ইচ্ছার বিরুদ্ধেই সেবার নির্বাচন করেছিলাম। দুই বছর দেখলাম, করোনা ছিল তাই কাজও করা যাচ্ছিল না। যে চিন্তা ভাবনা নিয়ে ইলিয়াস কাঞ্চন ভাই, নিপুণ এগিয়ে এসেছে তাদের চিন্তা ভাবনার সাথে আমার অনেকটাই মিলে গেছে। তাই এ প্যানেল যুক্ত হয়েছি।’এর আগে মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচন করেছিলেন ইমন। বিপুল ভোটে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন তিনি। ইলিয়াস কাঞ্চন ১৯৮৯-১৯৯০ সালে শিল্পী সমিতির কমিটিতে সাধারণ সম্পাদক ছিলেন।নিপুণ আগেই জানিয়েছিলেন, একাধিক তারকা শিল্পীদের নিয়ে হবে তার প্যানেল। কারা থাকছেন প্যানেলে সে বিষয়ে পরিষ্কার কিছু না বললেও তারকা শিল্পীদের বিষয়টি ইঙ্গিত দিয়েছিলেন তিনি।নির্বাচন নিয়ে জানতে চাইলে সময় সংবাদ লাইভকে নিপুণ বলেছিলেন, ‘শিল্পী সমিতি মানে শিল্পীদের সমাগম। আমার সঙ্গে সব প্রকৃত শিল্পীরাই থাকবেন। আমার বিশ্বাস, যারা আমার সঙ্গে থাকবেন তাদের নাম জানলে কেউ হতাশ হবেন না। শিল্পী সমিতির বড় চেয়ার আমার চাই না। আমি একটি টিম করে সবাইকে নিয়ে কাজ করতে চাই। আমাদের টিমের অনেক কিছুই চূড়ান্ত হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে সেগুলো আপনাদের জানাব।’