সময় সংবাদ লাইভ রির্পোটঃঝালকাঠির কাঠালিয়া উপজেলার কাঠালিয়া সদর ইউনিয়নের হেতালবুনিয়া গ্রামের মোঃহানিফ খান এর বসত ঘর দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে জৈনক হানিফ খান এর বড় ছেলে ফায়ার সার্ভিসে চাকরি করার কারণে পাথরঘাটা বসবাস করেন।
তাই স্ত্রী কে নিয়ে ছেলে নাতি নাতনি দের দেখতে ঘরে তালাবদ্ধ করে পাথরঘাটা গেলে মোঃরফিকুল ইসলাম খান মিস্ত্রি দিয়ে ঘরের বেরা দরজা জানালা খুলে নেয় বাড়ির অন্যান্য বাসিন্দারা ঘড় ভাংগার খবর মুঠোফোনে হানিফ খান কে যানালে হানিফ খান বলেন আমার বাবা দাদার বসত ঘর অবৈধভাবে ভাংগার সঠিক বিচার সমাজ এবং প্রশাসন এর কাছে চাই।হানিফ খান এর ছোট ছেলে মোঃহাসান খান সময় সংবাদ লাইভ এর ঝালকাঠি প্রতিনিধি তিনি সময় সংবাদ লাইভ কে বলেন আমার পিতা একা বাড়িতে থাকে বিভিন্ন সময় রফিকুল ইসলাম (রফিক খান)সহ তারা তিন ভাই আমার বাবাকে শারীরিক ভাবে লাঞ্চিত করে এখন বসত ঘরটাও দখলে নেওয়ার চেষ্টা করছে আমি সঠিক তদন্ত সাপেক্ষে বিচার কামনা করি।
সময় সংবাদ লাইভ।