সময় সংবাদ লাইভ রির্পোটঃঝালকাঠির কাঠালিয়ায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে কঠোর লকডাউন কার্যকর করতে উপজেলার বিভিন্ন স্থানে চেক পোষ্টের ব্যবস্থা করা হয়েছে। জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হলে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের টিম, সেনাসদস্য, পুলিশ ও আনছার সদস্যরা রাস্তার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালাচ্ছে। আজ শুক্রবার কাঠালিয়া বাসষ্টান্ড ও আমুয়া এলাকায় অভিযান চালিয়ে মাস্ক না পড়ার অপরাধে ৪ জনকে ৭শ টাকা জরিমানা আদায় করেন।
এত নজরদারির পরেও প্রয়োজনে অপ্রোয়জনে রাস্তাঘাটে মানুষের অবাধ চলা-ফেরা ঠেকানো যাচ্ছে না। নানা অজুহাতে তারা ঘর থেকে বেরিয়ে আসছে।
মোঃনূর আলম,স্টাফ রির্পোটার, সময় সংবাদ লাইভ।