সময় সংবাদ লাইভ রিপোর্ট ঃঝালকাঠির কঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন এর বলতল ছয়ঘর গ্রামের মৃত আব্দুল বারেক খান এর ছেলে মোঃরুবেল খান (৩২ )নামের এক যুবককে শনিবার রাত সারে ৯টার দিকে এলোপাতারি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা.ই
ইউপিচেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি সময় সংবাদ লাইভকে বলেন গত ৭ বছর পূর্বে পিতা আব্দুল বারেক খান এবং তিন বছর পূর্বে বারেক খান এর আর এক ছেলে রাসেল খানকে খুন করা হয়.এনিয়ে গত ১০বছরে একই পরিবারের তিন জন খুনের শিকার হন, এলাকাবাসীর সম্মিলিত দাবি উক্ত ঘটনার আসল রহস্য দ্রুত উৎঘাটন করে দুষিদের বিচারের আওতায় আনা হোক।
হাসান খান,কাঠালিয়া,ঝালকাঠি প্রতিনিধি.