সময় সংবাদ লাইভ রির্পোটঃ দক্ষিনের জনপদ ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় বিদ্যুৎ বিভাগের অবহেলার কিছু ডিজিটাল চি। এই যুগে পাকা পোষ্ট অথবা অনুমোদিত খুটির পরিবর্তে ব্যবহার হচ্ছে বাঁশ এবং জিবিত গাছ। যেমন কাঠালিয়ার আমরাবুনিয়া গ্রামের জনাব হিরু মোক্তার এর বাড়ির বিপরীত দিকের ফসলি মাঠের বিপরীতে ৭/৮টি অনুমোদন হীন বাঁশ এবং গাছ দিয়ে দেওয়া হয়েছে ৮০থেকে১০০টি সংযোগ,
একই চিত্র দেখাযায় আমুয়া ইউনিয়ন এর ৬নং ওয়ার্ড এর ছোনাউটা মাদ্রাসা বাজার থেকে ২৭নং সঃপ্রাঃবিঃ প্রযন্ত পিডিবির সংযোগ এর অনুমোদিত খুটির পরিবর্তে ব্যবহার করা হয়েছে জিবিত গাছ,উপজেলার আমুয়া ইউনিয়নের ধোপা বাড়িথেকে মৃধা বাড়ি প্রজন্ত ১৭০০ ফুট জুলন্ত তারের একমাত্র ভরশা তালগাছ সহ একাধিক গাছের ডাল এলাকাবাসির অভিযোগ একাধিক বার যোগাযোগ করেও কোন প্রকার প্রতিকার পাওয়া যায়নি।
সময় সংবাদ লাইভ এর পক্ষ থেকে মুঠোফোনে পিডিবির স্থানীয় কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে কর্মকর্তা উপযুক্ত ব্যবস্থা নিবেন বলে জানান। এখনও প্রতিকার পাওয়া জায়নি।
মোঃহাসান খান
ঝালকাঠি প্রতিনিধি
সময় সংবাদ লাইভ /৩০মার্চ