সময় সংবাদ লাইভ রিপোর্টঃ শুক্রবার (২৫ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর করোনা শনাক্ত করেছেন বিমানবন্দরে কর্তব্যরত স্বাস্থ্যকর্মীরা।করোনা পজিটিভ যাত্রী ঢাকায় নিয়ে আসায় জরিমানা করা হয়েছে কাতার এয়ারওয়েজকে। বিমানবন্দরের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ওই যাত্রীকে ১০ হাজার টাকা জরিমানা করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে এবং কাতার এয়ারলাইন্সকে মোটা অংকের জরিমানা করা হবে বলে জানান বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট আহমেদ জামিল।
সিভিল এভিয়েশনের আইন লঙ্ঘন করে কোভিড পজিটিভ যাত্রী নিয়ে আসায় কাতার এয়ারওয়েজকে বড় অঙ্কের জরিমানা করার আভাস দিয়েছে কর্তৃপক্ষ।
কাতার এয়ারওয়েজের QR-419 নম্বর বিমানের একটি ফ্লাইটে মোহাম্মদ মুন্না নামে এক যাত্রী কোভিড-১৯ পজিটিভ নিয়ে দেশে ফেরেন। পরে বিমানবন্দরে পৌঁছানোর পর স্বাস্থ্য পরীক্ষায় করোনা শনাক্ত হলে তাৎক্ষণিক তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।