*সময় সংবাদ লাইভ রির্পোটঃ কানাডার অন্টারিও প্রদেশের লন্ডন শহরে পিকআপ ট্রাক চাপা পড়ে একটি মুসলিম পরিবারের চার সদস্যের নিহতের ঘটনা ‘পূর্বপরিকল্পিত’ হামলা ছিল বলে পুলিশ জানিয়েছে।
রোববার পিকআপ ট্রাকটি রাস্তা থেকে লাফ দিয়ে ফুটপাতে উঠে তাদের ওপর দিয়ে চলে যায়; এ ঘটনাকে ইসলামবিরোধী ঘৃণাজনিত অপরাধ বলে বর্ণনা করেছে দেশটির পুলিশ, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সোমবার এক সংবাদ সম্মেলনে লন্ডন পুলিশের গোয়েন্দা বিভাগের সুপার পল রাইট বলেছেন, “এটি একটি পরিকল্পিত, পূর্বপরিকল্পিত কাজ, ঘৃণা থেকে উৎসারিত।
“বিশ্বাস করা হচ্ছে, তারা মুসলিম বলেই তাদের বেছে নেওয়া হয়েছে।”
পুলিশ রোববার সন্দেহভাজন হামলাকারী ২০ বছর বয়সী নাথানিয়েল ভেলটম্যানকে গ্রেপ্তার করছে।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে পুলিশ জানিয়েছে, তার গাড়ি হঠাৎ করেই রাস্তা থেকে সরে ফুটপাতের ওপর উঠে ওই পরিবারটিকে আঘাত করে তারপর দ্রুতবেগে পালিয়ে যায়।
এ ঘটনায় ওই পরিবারের নয় বছর বয়সী একটি বালক শুধু রক্ষা পেয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আছে সে।