সময় সংবাদ লাইভ রির্পোটঃ কানাডা, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ায় দুদকের অফিস করার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির সাংসদ কাজী ফিরোজ রশীদ।
তিনি বলেন, ‘দুদকের একটি অফিস কানাডায়, মালয়েশিয়ায়, অস্ট্রেলিয়ায় করুন। তাহলে দেখা যাবে কে কত টাকা নিয়েছে। পিকে হালদার এত টাকা নিলো। নয় মিনিটের জন্য পিকে হালদারকে ধরতে পারেনি। তাহলে নয় ঘণ্টা আগে ধরতে পারলেন না কেন?”
সোমবার (৭ জুন) সংসদে ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেট পাসের প্রস্তাবের ওপর আনিত ছাঁটাই প্রস্তাবে আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
কাজী ফিরোজ রশীদ বলেন, এক ব্যাংকের পরিচালক আরেক ব্যাংকের টাকা নিয়ে হুন্ডির মাধ্যমে বিদেশ পাঠাচ্ছেন।
সময় সংবাদ লাইভ।