সময় সংবাদ লাইভ রিপোর্টঃ রাজধানীর কারওয়ান বাজারের বিডিবিএল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘণ্টাখানেকের চেষ্টায় সকাল সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
এর আগে সকাল পৌনে ৭টার দিকে ভবনসংলগ্ন তারে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে তা ভবনটির ১৮ তলায় ছড়িয়ে পড়ে। অল্পক্ষণের মধ্যে সেই আগুন এসিতে ধরে যায়।
সেখান থেকে মুহূর্তেই আগুন ভবনের কয়েকটি তলায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে তাদের সে চেষ্টা ব্যর্থ হয়।
খানিক পরে সেখানে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এসে যোগ দেয়। তাদের ঘণ্টাখানেকের চেষ্টায় সোয়া ৮টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
সংবাদমাধ্যমে এ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্স নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মাহফুজ রিবেন।
তিনি বলেন, ‘এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা সম্ভব হয়নি। এমনকি কোনো হতাহতের খবরও আমরা পাইনি।’